Back

অনিরাপদ ওয়েবসাইট সম্পর্কে সতর্ক করবে ক্রোম ব্রাউজার

অনলাইনে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবার অনিরাপদ ওয়েবসাইট সম্পর্কে সতর্ক করবে ক্রোম ব্রাউজার। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীরা কোনো সাইটের ঠিকানা লিখে সার্চ করলেই সেই সাইটটি এনক্রিপটেড বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (এইচটিটিপি) প্রযুক্তিনির্ভর কি না তা যাচাই করবে ব্রাউজারটি।

 ক্রোম
স্ক্রিনশট

যদি না থাকে, তবে সাইটটির ওয়েব ঠিকানার আগে ‘নট সিকিউর’ লেখা প্রদর্শন করা হবে। ফলে ব্যবহারকারীরা কোনো সাইটে প্রবেশের আগেই সেটি নিরাপদ কি না তা জানতে পারবে। নতুন এ সুবিধা দিতে নিজেদের ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ‘ক্রোম ৬৮’ উন্মুক্ত করেছে গুগল ক্রোম। সম্প্রতি ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরি হলে সতর্কবার্তা দিতে ব্রাউজারটিতে যুক্ত করা হয়েছে ‘পাসপ্রটেক্ট’ নামে নতুন এক্সটেনশন বা প্লাগইন। ব্যবহারকারীদের গতানুগতিক অনলাইন কার্যক্রমের সঙ্গে মিলিয়ে পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না জানাতে পারে এক্সটেনশনটি।

সূত্র : দ্য ভার্জ

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।