যুক্তরাষ্ট্রের প্রথম কোম্পানি হিসেবে দেড় ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে অ্যাপল। শেয়ারের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অ্যাপলের মার্কেট ক্যাপিটাল এখন ১ দশমিক ৫২ ট্রিলিয়ন ডলার।
শেয়ারের দাম ২ শতাংশ বেড়ে যাওয়ায় অ্যাপলের একটি শেয়ারের মূল্য এখন ৩৫২ ডলার (২৯ হাজার ৫৬৮ টাকা)।
২০১৮ সালে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে অ্যাপল। আগামী ৪ বছরের মধ্যে দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।
যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যালফাবেট, সফট জায়ান্ট মাইক্রোসফট ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এর আগে এক ট্রিলিয়ন ডলারের কোম্পানির তালিকায় নাম লেখায়। তাদের সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো অ্যাপল।
টেক জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে শুধু ফেইসবুক ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার দৌঁড়ে পিছিয়ে আছে।