গ্যালাক্সি নোট ৮। ২২ সেপ্টেম্বর বাংলাদেশে আসতে পারে ফোনটি। যুক্তরাষ্ট্রের বাজারে এর দাম ধরা হয়েছে ৯৩০ মার্কিন ডলার।
স্যামসাংয়ের তৈরি বড় মাপের ফোন ‘ফ্যাবলেট’ নোট ৮। গত বছর বাজারে আসা নোট ৭ নিয়ে যে বিপাকে পড়তে হয়েছিল স্যামসাংকে।
নোট ৮ দিয়ে তা কাটিয়ে উঠতে চাইছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে কোয়ালকমের তৈরি অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬ জিবি এলপিডিডিআর ৪ র্যাম।
No comment yet, add your voice below!