Back

ইলন মাস্কের কাছে বিক্রি হচ্ছে টুইটার

টুইটারের পরিচালনা পর্ষদ ৪ হাজার ৪০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটিকে মাস্কের কাছে বিক্রি করে দিতে রাজি হয়েছে।

বিবিসি, ওয়ালস্ট্রিট জার্নাল, সিএনএনের প্রতিবেদন বলছে, সোমবার টুইটারের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার মাস্ক নিজের টুইটার অ্যাকাউন্টে টুইটার প্রস্তাবের বিষয়ে জানিয়ে লেখেন, ‘আমার একটি প্রস্তাব আছে’। সেখানে প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন তিনি।

টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাবে মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দিতে চেয়েছেন। এতে প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়। যেখানে টুইটারের বিক্রয়যোগ্য শেয়ারের সংখ্যা ৭৬ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ।

আর এই প্রস্তাবকে সর্বোচ্চ ও চূড়ান্ত বলেছেন মাস্ক।

এর আগে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির বোর্ডে আসাতে তার আগ্রহের কথা আলোচনায় ছিলো। তখন টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাবে রাজি হননি মাস্ক। পরিচালক পদে যোগ দিলে সর্বোচ্চ ১৪ দশমিক ৯ শতাংশ শেয়ার মালিকানার সীমাবদ্ধতায় পড়তে হতো তাকে।

শেষ পর্যন্ত টুইটার ইলন মাস্কের হচ্ছে।

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।