Back

সর্বোচ্চ কতটি এডসেন্স এড ইউনিট দেখাতে পারবেন

আমরা সবাই জানি এডসেন্সই একমাত্র সেরা কন্টেক্সচুয়াল এবং বেশি পেমেন্ট করা এড নেটওয়ার্ক।  কিন্তু সমস্যা হলো তাদের প্রোগ্রামের নীতি বা পলিসি নিয়ে তারা একটু বেশিই কঠোর৷ যদি তারা দেখে কোন ওয়েবসাইট তাদের নিয়ম লঙ্ঘন করছে তবে তারা আজীবনের জন্য সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়৷

তাই একাউন্ট বন্ধ না হওয়া নিশ্চিত করার জন্য অবশ্যই তাদের কোয়ালিটি এবং প্রোগ্রাম পলিসি মেনে চলতে হবে৷

নতুনদের বেশ আলোচিত এবং সমালোচিত প্রশ্ন নিয়ে হালকা আলোকপাত করা যাক, তা প্রশ্নটা কি?

  • “একটি পেইজে আমি সর্বোচ্চ কতটি এডসেন্স এড ইউনিট বসাতে পারব?”

গুগল এডসেন্স বিভিন্ন ধাচের এড প্রদর্শন করিয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

  • এডসেন্স কন্টেন্ট ইউনিট
  • এডসেন্স লিংক ইউনিট
  • এডসেন্স ফর সার্চ

(এডসেন্স ভিডিও এড ইউনিট দেখাতো একটি সময় কিন্তু এখন তারা সেই অপশনটি বাদ দিয়েছে৷)

তাহলে একটি ওয়েবপেইজে সর্বোচ্চ ঠিক কতটি এড ইউনিট দেখানো যাবে? দেখে নেওয়া যাক।

এখনো এডসেন্স একাউন্ট খুলেন নি? উপার্জনের সুযোগ হাত ছাড়া না করে এডসেন্স একাউন্ট কিভাবে খুলতে হয় দেখে ফেলুন।    

এডসেন্স কন্টেন্ট ইউনিট

প্রথমদিকে এডসেন্স একটি ওয়েবপেইজে সর্বোচ্চ তিনটি এড ইউনিট দেখানোর জন্য অনুমতি দিত ( এডসেন্স “প্রিমিয়াম পার্টনার” দের ছয়টি এড দেখানোর অনুমতি ছিল৷)

আগস্ট ২০১৬ সালে সব ওয়েবসাইটের জন্য  এডসেন্স এড ইউনিট লিমিট টি বাদ দেয়

  • আপনি এখন একটি ওয়েবপেইজে যত খুশি তত এড ইউনিট বসাতে পারবেন।

যদিও, আপনার কন্টেন্টের অনুপাতে এড বা প্রোমোশনাল  বিষয়গুলো যেন অতিরিক্ত না হয়ে যায়। এক কথায় বলা যায়ঃ

  • আপনাকে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি ধরে রাখতে হবে।

২০১৮ সালে এডসেন্সে আসা আপডেটগুলো অবশ্যই দেখে নিবেন।

এডসেন্স কন্টেন্ট ইউনিটে আপনি নিচের সাইজের এডগুলো দেখাতে পারবেনঃ

  • ৭২৮x৯০
  • ৪৬৮x৬০
  • ২৩৪x৬০
  • ১২৫x১২৫
  • ১২০x৬০০
  • ১৬০x৬০০
  • ১৮০x১৫০
  • ১২০x২৪০
  • ২০০x২০০
  • ২৫০x২৫০
  • ৩০০x২৫০
  • ৩৩৬x২৮০

ব্যক্তিগতভাবে আমার কাছে ৩০০x২৫০ এবং ১০০x৬০০ সাইজ গুলো বেশ ভালো মনে হয়েছে।

এডসেন্স লিংক ইউনিট

থিমের শুরুতে কিন্তু এডসেন্স লিংক ইউনিট খুবই ভাল কাজ করে৷ আমাদের সাইটের নেভিগেশন বারের নিচে একবার আমরা বসিয়ে দেখেছিলাম এবং সেখানে এডসেন্স লিংক ইউনিট বেশ ভালো ভাবেই পাস করেছে।

আপনার যত খুশি ইচ্ছা লিংক এডস ব্যবহার করতে পারেন যতক্ষন না আপনার এড, কন্টেন্ট থেকে  বেশি হয়ে যাচ্ছে।

এডসেন্সের লিংক এড ইউনিটের সাইজ গুলো পাবেন এখানে

এডসেন্স ফর সার্চ

বড় ওয়েবসাইটগুলোর জন্য এডসেন্স ফর সার্চ খুব জনপ্রিয় এবং বেশ ফলপ্রসূ। এডসেন্স ফর সার্চ একটু ভিন্ন প্রসংগের আলোচনা আমরা সেই বিষয়ে অন্য একটি আর্টিকেলে বিশদ করে জানবো৷ ততদিন ব্লগে একটু নজরদারি রাখুন৷

এছাড়া এডসেন্স একাউন্টের যতসব ঝামেলা মেটাবার জন্য নিচের লেখাগুলো আপনাকে সাহায্য করবে।

তাহলে একটি পেইজে কতটি এডসেন্স এড ইউনিট রাখতে পারছেন?

উপরে যে কথা বললাম, এডসেন্স এড ইউনিটের উপর লিমিট তুলে নিয়েছে। এড, কন্টেন্টের চেয়ে বেশি না হওয়া পর্যন্ত যতখুশি এড ব্যবহার করতে পারবেন যেহেতু সিংগেল পেইজে এড ইউনিট বসানোর কোন নিষেধাজ্ঞা নেই৷

আমি বলি কি,  সাইটে কতটি এড বসাবেন সেই বিষয়ে ভাবার আগে ভাবুন, আপনার যে ছোট লেখা বা আর্টিকেল গুলো রয়েছে তার কথা। যদি আপনি ৫-৬ টির বেশি এড বসিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি নিজের সাইটের মর্যাদা বা কোয়ালিটি নষ্ট করছেন। ছোট পোষ্টে বেশি এড দেখানোর মাধ্যমে স্প্যামিং করছেন৷

এডসেন্স স্পষ্টভাবে বলছে,

“We may limit or disable ad serving on pages with little to no value and/or excessive advertising until changes are made.”

তাই আমি বলি একটা পেইজে পাঁচটির বেশি এড বসাবেন না৷ আমি সাধারণত ৩-৪টির বেশি এড বসাই না। কিন্তু আপনার ব্লগের লে-আউট অনুসারে আপনিই ভালো বুঝবেন যে কতটি এড ব্যবহার করলে ভালো হবে।

নিজের অভিজ্ঞতা থেকেই যদি বলতে হয় তবে

  • মাঝেমাঝে কম এড ইউনিট, বেশি  এড ইউনিটের থেকেও ভালো পারফর্ম করে৷   
  • উপরের দিকে থাকা এড ইউনিট গুলো বেশ ভাল ফলাফল দেয়।
  • টেক্সট এবং ইমেইজ দুই ধরনের এডই কিন্তু বেশ ভাল পারফর্ম করে৷

আপনার এড বসানোর জন্য অনেক ধরনের অপশনই রয়েছে তবে আমি জোড় দিয়ে বলবো, যথাসম্ভব কম এড ইউনিট ব্যবহার করার জন্য।

কমেন্ট বক্সে জানিয়ে দিন, আপনি কতটি এড ইউনিট ব্যবহার করছেন? এড ইউনিট লিমিট তুলে দেওয়ার পর কি অতিরিক্ত এড ইউনিট ব্যবহার করছেন নাকি আগের মতই রেখেছেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন৷

আমাদের লেখা গুলো ভালো লাগলে ফেইসবুক,  টুইটার কিংবা বন্ধুদের মাঝে লেখাটি শেয়ার করতে পারেন৷   

আকাশ
আকাশ
https://notunblog.com
যিনি স্বপ্ন লিখেন বাংলা ভাষায়। ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার সমৃদ্ধশালী করার জন্য লড়ে যাচ্ছেন প্রায় চার বছর ধরে৷ বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং লিখে যাচ্ছেন...