Back

কিভাবে সেরা ডোমেইন নেইম বেছে নিবেন

আপনি যদি অনলাইনে কোন ব্যবসা বা ব্লগ শুরু করতে চান সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের পছন্দের নাম বা ডোমেইন নেইম বেছে নেওয়া বা খুঁজে পাওয়া। নামটি খুব সতর্ক তার সহিত চিন্তা করুন কেননা অপনার ব্লগ বা ব্যবসাটি অনলাইন হোক বা অফলাইন সেই নামেই পরিচিত হবে।

সদ্য জন্ম নেওয়া শিশুর যেমন নাম রাখা খুবই জরুরী ঠিক তেমনি আপনার ব্যবসায়ের ডোমেইন নেইম ঠিক ততখানিই জরুরী। কারণ যতদিন আপনার ব্যবসায় বা ব্লগটি থাকবে তা সেই নামেই পরিচিত হবে। আপনার ব্লগ বা ব্যবসায়ের ডোমেইন নেইম ঠিক করার অনেকগুলো চলিত নিয়ম রয়েছে, যা আপনার ব্লগে/ব্যবসায়ের নাম বাছাই করার ক্ষেত্রে বেশ ভাল ভূমিকা রাখবে।

আপনার ব্যবসা বা ব্লগের ধরণের উপর নির্ভর করে আপনি নাম ঠিক করতে পারেন। যাইহোক, আপনাকে অনলাইনে পরিচিত হতে হলে অবশ্যই একটি ইউনিক নাম ভেবে রাখা উচিত।

দেখুন:

একটি কোম্পানির জন্য ডোমেইন নাম বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ড এর বিষয় টি মাথায় রাখা প্রয়োজন। ডোমেইন নামটি অবশ্যই ব্র্যান্ড নামের সাথে মিল রেখে নিতে হবে। নামটি অবশ্যই স্মার্ট এবং সহজে মনে রাখা যায় এমন হতে হবে।

কিওয়ার্ড এবং নাম

ন্যূনতম ১০ টি প্রাসঙ্গিক কিওয়ার্ড সিলেক্ট করুন এবং কিছু জনপ্রিয় শব্দ মাথায় রাখুন। xeonBD Domain Generator ব্যবহার করে আপনি ডোমেইন নাম বেছে নিতে পারেন।

এছাড়া Namemesh বা Wordoid ব্যবহার করে আপনি ভিন্ন ভিন্ন নাম বেছে নিতে পারেন।

ডোমেইন নেইম

নতুন ব্লগার হিসেবে আপনার কাছে ডোমেইন নেম এক্সটেনশন বেছে নেওয়া খুবই ঝামেলার মনে হতে পারে। আপনি রীতিমত কনফিউজ হয়ে যাবেন, এত এত এক্সটেনশন কোনটি আপনার জন্য উপযুক্ত। .com ডোমেইন নেওয়া আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। .com না থাকলে তখন আপনি অন্য গুগল এক্সটেনশন যেমন, .photo, .photo , .co ইত্যাদি বেছে নিতে পারেন। প্রচুর ডোমেইন এক্সটেনশন থেকে থাকলেও আমার সাজেশন হলো আপনি .com এক্সটেনশনে আপনার নামটা বেছে নিন।

সহজে মনে রাখার মত

যে নামটা টাইপ করতে কষ্ট সেটা কি আদৌ মনে রাখা সমম্ভব? উদাহরণ স্বরূপ: whoossaazt! এটি কি আপনার মনে থাকবে?

আমার ডোমেইনটি লক্ষ্য করুন: notunblog– notun—blog আপনি ধরতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি।

এমন নাম বাছাই করুন যেটা মনে রাখা সহজ এবং যে নাম বানানের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবে না।

হাইফেন থেকে দূরে থাকুন

আপনি যদি রিচ কীওয়ার্ড ডোমেইন নেইম বানাতে চান তাহলে হাইফেন এড়িয়ে চলার চেষ্টা করুন ।

কয়েক বছর আগে হাইফেন ব্যবহৃত ডোমেইন নেইম র্যাঙ্ক করলেও এখন আর সেটি হচ্ছে না। আপনি গুগল র্যাঙ্কিংয়ে দেখতে পাবেন কোন হাইফেন ব্যবহৃত ডোমেইন নেইম নেই।

আপনি চাইলে যেকোন ডোমেইন রেজিস্টার হতে ডোমেইন নেইম কিনে নিতে পারবেন। যদি আমার সাজেশন খুঁজে থাকেন তাহলে আপনি নিচের প্রোভাইডার হতে ডোমেইন কিনতে পারেন।

আমাদের পোষ্ট নিয়ে আপনার অভিব্যক্তি প্রকাশ করুন এছাড়া ডোমেইন নেইম বাছাইয়ের যদি অন্যকোন উপায় থাকে তাহলে তা আমাদের জানান।

এছাড়া আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে আমাদের সাথে ফেইসবুকে বা ইউটিউবে যুক্ত থাকতে পারেন। আজকের মত এটুকুই।

ফিচার ইমেইজ সোর্স: Freepik

আকাশ
আকাশ
https://notunblog.com
যিনি স্বপ্ন লিখেন বাংলা ভাষায়। ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার সমৃদ্ধশালী করার জন্য লড়ে যাচ্ছেন প্রায় চার বছর ধরে৷ বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং লিখে যাচ্ছেন...