ফেইসবুক প্রায় অনেকদিন ধরেই মেসেঞ্জার ডার্ক মোড নিয়ে কাজ করছে। এবং সেই ডার্ক মোডটি হল একটি ওএলইডি ব্ল্যাক থিম। এই মোডটি কিন্তু এখনো লুকানো অবস্থায় আছে। কিন্তু আপনি চাইলেই একটি অদ্ভুত নিয়মে সেই থিম বা ডার্ক মোড চালু করতে পারবেন। অ্যান্ড্রয়েড কিংবা আইওস উভয় ফোনেই এই নিয়মে ডার্ক মোড চালু করা যাবে। তাহলে শুরু করা যাক।
মেসেঞ্জার চাঁদ ইমোজি
এই আজব নিয়মে বেশিরভাগ ফেইসবুক ম্যাসেঞ্জার ইউজাররা মোডটি চালু করতে পেরেছে যদি না ফেইসবুক সেই সকল একাউন্টের জন্য সিস্টেমটি বা মোডটি বন্ধ না করে রাখে৷ আশা করি এই সিস্টেমটি কাজ করবে আর যদি আপনার ক্ষেত্রে কাজ নাও করে তাহলে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই মাসের শেষ দিকে এই ফিচারটি পুরোপুরিভাবে লঞ্চ করবে ফেইসবুক।
খুবই অদ্ভুত সহজ নিয়ম, এই ডার্ক মোড চালু করার জন্য যেকাউকে চাঁদের ইমোজি পাঠান। চাঁদের হাসি খুশি মুখ গুলি নয়৷ বাকানো চাঁদের যে ইমোজিটি আছে তা পাঠাতে হবে৷
ইমোজি পাঠানোর সাথে সাথে চাঁদের বৃষ্টি শুরু হয়ে যাবে৷ এবং উপরের দিকে ডার্ক মোড সেটিংস দেখা যাবে।
ব্যাস এইতো সিস্টেম৷ এই ডার্ক মোড কার কেমন লাগছে জানিয়ে দিন চিৎকার বক্সে।