যদি কোন নতুন Android আপডেট এসে থাকে তাহলে আপনি তা খুঁজে পাবেন ফোনের সেটিংস>About Device সেকশনে। যাইহোক, শুধু Android এর একটি নতুন ভার্শন আসার মানে এটি নয় যে, এটি আপনার ডিভাইসের জন্য আসবে। আপডেট আসতেও পারে নাও আসতে পারে।
এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ব্রান্ডের মোবাইল ব্যবহার করছেন। দুইবছর আগের ফোনগুলোতে আপডেট প্রায় আসে না বললেই চলে। এছাড়া আপডেট না আসার জন্য ফোনের উৎপাদনকারীরা জবাবদিহির জন্য বাধ্যও নয়।
Android ফোনের সিক্রেট গুলো দেখে নিন
Android ভার্শন চেক করুন
আপনি যদি না জানেন আপনার Android কোন ভার্শন ব্যবহার করছে তাহলে আপনি তা জেনে নিতে পারেন Settings>About Device হতে।সেখানেও যদি ভার্শন দেখা না যায় তাহলে তার জন্য আপনাকে Software Information মেনুতে ক্লিক করতে হবে। সেখানে অবশ্যই আপনি Android ভার্শন টি জেনে যাবেন।

বর্তমানে Android এর সর্বশেষ ভার্শন হলো Android Nougat যা এই বছরে আরো বেশ কয়েকটি ফোনে আপডেটট এসে যাবে। Android O রয়েছে বেটা ভার্শনে। বছরের শেষের দিকে সেটিও রিলিজ পেয়ে যাবে। এছাড়া রয়েছে Android Marshmallow, Lolipop, KitKat এবং Jelly Bean.
ডাটা ব্যাকাপ নিন
আমরা সাবধানতার জন্য অবশ্যই একটি একটি ব্যাকাপ নিয়ে রাখবো। আবশ্য ব্যাকাপ রাখতে হবে এমন কোন বাধা নিষেধ নেই। আপডেট দেওয়ার সময় আপনার ডাটা কোন ভাবেই ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু সাবধানতার মাইর নাই।

Android আপডেট (শেষ ধাপ)
এবারে আমরা আসবো মূল কাজে। ধাপগুলো মাথায় রাখবেনঃ
- Settings এ যান
- সেখান হতে About Device/About Phone/About Tablet বাটনে ক্লিক করুন।
- Software Update বাটনে ক্লিক করুন (সেকশনটি একেক মোবাইলে একেকরকম করে দেখাতে পারে)
- Search for Update বাটনে ক্লিক করুন। আপডেট থাকলে নিচের মত করে দেখাবে
- এবার ইন্সটল বাটনে ক্লিক করলে আপডেটটি ডাউনলোড শুরু হয়ে যাবে। (অবশ্যই ওয়াইফাই বা ভারী ইন্টারনেট প্যাকেজ নিয়ে ডাউনলোড করবেন কারণ আপডেটের সাইজ বড় হতে পারে)
- ডাউনলোড হলে রিবুট করতে বলা হবে। এবং ফোন অফ হয়ে যাবে।
এভাবে খুব সহজেই আপনার Android আপডেট করে ফেলতে পারেন।
এছাড়া দেখে নিতে পারেন ঃকিভাবে গুগল সার্চবার রিমুভ করবেন
কোনরকম সমস্যার মুখোমুখি হলে আমাদের জানান।
21 comments
আমার ভিভো ফোন অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনলোড করার পর ইনস্টল হয়। কিন্তু শুধু ভিভো লেখা উঠতেছে।আর কিছু হচ্ছে না।কি করা যায়।
Nice Article Bro, Its important for me and Best of luck for you.
im a new blogger so this information too much useful for me …Go ahead
অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন দাদা, খুব ভাল লাগলো দাদ
ধন্যবাদ
very nice post thanks bro
ভাই ফোন আমার ফোনের wifi এ শুধু athentication লেখা আসে,এই জন্য softer update দেওয়ার পর ৩২% হওয়ার পর error লেখা উঠে ফোন বন্ধ হয়ে চালু হয়,এমনিতেই ফোনের কোন সমস্য নেই,কিন্তু wifiএর জন্য আমি কি করতে পারি, কোন পরামর্শ দিবেন কি?
এক্ষেত্রে ওয়াইফাই – কানেক্ট করতে হবে৷ যেহেতু ওয়াইফাই কানেকশন চাচ্ছে। ওয়াইফাই যদি না থাকে তাহলে অন্য কোন Android ফোন থেকে Hotspot চালু করে ওয়াইফাই কানেক্ট করে নিন।
একটা মোবাইলে কতবার আপডেট দেওয়া যাবে
যতবার সিস্টম আপডেট আসবে ততবার!
আমার Walton H8 pro এর সেটিংসে আপডেটের কোন অপশননেই, কিভাবে আপডেট করব?
বেশির ভাগ Android Phone -এ About সেকশনে System Update অপশন রয়েছে৷ একটু খুঁজে দেখুন নতুবা স্ক্রিনশট তুলে পাঠান আমাকে।
আমার ফোন Mi A1 , update দেবার পর সিম চালু হচ্ছে না
আপডেট দিয়েছি ৪-৫দিনের মাথায় আবার আপডেট খুজতাছে কেন..??
প্লিস জানাবেন..!!
আমার মোবাইল টি oppoR8006 softwer update এ হেলে ফাইল ডাউনলোড আসে,,, কিন্তু ডাউনলোড দিলে ডাউনলোড হয়না কিছুক্ষণ পর ডাউনলোড সাসপেন্ড হয়ে যায়,,, এখন আমি কি করতে পারি???
এক্ষেত্রে নিশ্চিত হোন যে আপনার ফোনে যথেষ্ট পরিমাণ স্টোরেজ খালি রয়েছে এবং আপনার ফোন ইন্টারনেটে সংযুক্ত রয়েছে।
System update হওয়ার মধ্য খানে veryfication problam দেখানোট কারন কী। অনুগ্রহ করে যানাবেন
Realme 2 pro er notun update Kobe asbe
সত্যি অনেক ভালো আর্টিকেল লিখেছেন।
ফোন আপডেট হওয়ার পরে wifi on হচ্চে না। আর hang করছে
আমার মোবাইলের নাম samsung s6
ভার্সন হচ্ছে 6.0.1
মডেল নাম্বার SM-G920P
Software update এ ক্লিক করলে কোনো কিছু আসতেছে না।।আমার মোবাইলটি কি আপডেট করতে পারবো প্লিজ জানাবেন!!
ইন্টারনেট কানেকশন চালু রেখে সফটওয়্যার আপডেটে ক্লিক করুন।
যদি লেখা আসে Your System is currently up to date তাহলে আপনার ফোন আপডেট করার প্রয়োজন হবে না৷