যদি কোন নতুন Android আপডেট এসে থাকে তাহলে আপনি তা খুঁজে পাবেন ফোনের সেটিংস>About Device সেকশনে। যাইহোক, শুধু Android এর একটি নতুন ভার্শন আসার মানে এটি নয় যে, এটি আপনার ডিভাইসের জন্য আসবে। আপডেট আসতেও পারে নাও আসতে পারে।
এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ব্রান্ডের মোবাইল ব্যবহার করছেন। দুইবছর আগের ফোনগুলোতে আপডেট প্রায় আসে না বললেই চলে। এছাড়া আপডেট না আসার জন্য ফোনের উৎপাদনকারীরা জবাবদিহির জন্য বাধ্যও নয়।
Android ফোনের সিক্রেট গুলো দেখে নিন
Android ভার্শন চেক করুন
আপনি যদি না জানেন আপনার Android কোন ভার্শন ব্যবহার করছে তাহলে আপনি তা জেনে নিতে পারেন Settings>About Device হতে।সেখানেও যদি ভার্শন দেখা না যায় তাহলে তার জন্য আপনাকে Software Information মেনুতে ক্লিক করতে হবে। সেখানে অবশ্যই আপনি Android ভার্শন টি জেনে যাবেন।
বর্তমানে Android এর সর্বশেষ ভার্শন হলো Android Nougat যা এই বছরে আরো বেশ কয়েকটি ফোনে আপডেটট এসে যাবে। Android O রয়েছে বেটা ভার্শনে। বছরের শেষের দিকে সেটিও রিলিজ পেয়ে যাবে। এছাড়া রয়েছে Android Marshmallow, Lolipop, KitKat এবং Jelly Bean.
ডাটা ব্যাকাপ নিন
আমরা সাবধানতার জন্য অবশ্যই একটি একটি ব্যাকাপ নিয়ে রাখবো। আবশ্য ব্যাকাপ রাখতে হবে এমন কোন বাধা নিষেধ নেই। আপডেট দেওয়ার সময় আপনার ডাটা কোন ভাবেই ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু সাবধানতার মাইর নাই।
Android আপডেট (শেষ ধাপ)
এবারে আমরা আসবো মূল কাজে। ধাপগুলো মাথায় রাখবেনঃ
- Settings এ যান
- সেখান হতে About Device/About Phone/About Tablet বাটনে ক্লিক করুন।
- Software Update বাটনে ক্লিক করুন (সেকশনটি একেক মোবাইলে একেকরকম করে দেখাতে পারে)
- Search for Update বাটনে ক্লিক করুন। আপডেট থাকলে নিচের মত করে দেখাবে
- এবার ইন্সটল বাটনে ক্লিক করলে আপডেটটি ডাউনলোড শুরু হয়ে যাবে। (অবশ্যই ওয়াইফাই বা ভারী ইন্টারনেট প্যাকেজ নিয়ে ডাউনলোড করবেন কারণ আপডেটের সাইজ বড় হতে পারে)
- ডাউনলোড হলে রিবুট করতে বলা হবে। এবং ফোন অফ হয়ে যাবে।
এভাবে খুব সহজেই আপনার Android আপডেট করে ফেলতে পারেন।
এছাড়া দেখে নিতে পারেন ঃকিভাবে গুগল সার্চবার রিমুভ করবেন
কোনরকম সমস্যার মুখোমুখি হলে আমাদের জানান।