কোন রকম কোডিং করা ছাড়াই উইজেট আপনার WordPress সাইটের সাইডবারে বিভিন্ন রকম ফাংশন যুক্ত করতে সাহায্য করে।
উইজেট কি? কেন WordPress এ উইজেট ব্যবহার করতে হবে?
উইজেট হলো কোন বিশাল ফাংশনের ছোট খাট কিছু ব্লক যা আপনি সাইডবারে বসাতে পারেন। নতুনরা খুব সহজেই উইজেট ব্যবহার করে তাদের WordPress সাইটে বিভিন্ন ফাংশন যেমনঃ লেখা, ফেইসবুক লাইক বক্স, পপুলার পোষ্ট ইত্যাদি ডাইনামিক ফাাংশন যুক্ত করে থাকে।
WordPress এডমিন ড্যাশবোর্ড (wp-admin) এ গিয়ে Appearance » Widgets এ গেলে অপশনটি খুঁজে পাওয়া যাবে।
Available Widgets এর নিচে আপনার উইজেট গুলো দেখাবে।
ঠিক ডানপাশে আপনি দেখতে পারবেন উইজেট ব্যবহার করার কিছু নির্দিষ্ট কিছু এরিয়া। এই এরিয়াগুলো আপনার থিম নির্দিষ্ট করে দেয়। এটিকে বলা হয় সাইডবার বা উইজেট রেডি এরিয়া।
আপনার কাংখিত উইজেট যদি খুঁজে না পান তাহলে প্লাগিন ব্যবহারের মাধ্যমে আপনি সেই উইজেট যুক্ত করে নিতে পারেন। (বিস্তারিত নিচে পাবেন)
WordPress উইজেট সাইডবারে যুক্ত করার নিয়ম
সাইডবারে উইজেট যুক্ত করা হরেক রকমের উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ হলো ড্রাগ এবং ড্রপ।
এছাড়া উইজেটের উপরে ক্লিক করেও আপনি সাইডবারে সেগুলো যুক্ত করতে পারেন। ক্লিক করুন যেকোন সাইডবাএ সিলেক্ট করুন এবং Add widget বাটনে ক্লিক করুন। এতটাই সহজ।
এই দুটো উপায় ছাড়া আরো কিছু উপায় রয়েছে যার মাধ্যমে উইজেট যুক্ত করতে পারবেন। এজন্য আপনাকে যেতে হবে Appearance » Customize এবং সেখান হতে উইজেট বাটনে ক্লিক করতে হবে।
কাস্টমাইজারে সবসময় সব উইজেট এরিয়া নাও দেখাতে পারে। এজন্য আমরা আপনাকে বলবো ১নং নিয়মটি ফলো করার জন্য।
কিভাবে WordPress উইজেট রিমুভ করবেন?
যেভাবে যুক্ত করেছিলেন ঠিক সেইরকমভাবে উইজেট ডিলেট করতে হবে এজন্য যেতে হবে Appearance » Widgets এবং যেই উইজেট বাদ দিতে চান সেটির উপর ক্লিক করতে হবে।
আপনি নিচে ডিলেট বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই উইজেট ডিলেট হয়ে যাবে।
WordPress এর জন্য কি ধরনের উইজেট রয়েছে?
ডিফল্ট WordPress ইন্সটল করা হলে কিছু বিল্ট ইন উইজেট আগে থেকে দেওয়া থাকে যেমনঃ লেখা, পপুলার পোষ্ট, রিসেন্ট পোষ্ট, ট্যাগ ইত্যাদি।
এছাড়া নতুন কোন প্লাগিন বা থিম ব্যবহার করলেও আপনি নতুন অনেক উইজেট পাবেন যেমনঃ Jetpack প্লাগিন ইন্সটল করলে আপনি উইজেটে নতুন নতুন উইজেট দেখতে পারবেন।
এছাড়া যারা থিম ডেভেলপ করে তারা নিজেদের প্লাগিন তৈরি করে ফলস্বরূপ তারা নতুন উইজেট যুক্ত করে থাকে।
বলা যায় উইজেট এবং প্লাগিনের কোন অভাব হবে না। প্রতিদিন এর সংখ্যা বেড়েই চলেছে।
আপনি গুরুত্বপূর্ণ ১০টি প্লাগিন ব্যবহার করলেও নতুন উইজেট দেখতে পাবেন।
আজকের জন্য এইটুকুই ছিলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন টিউটোরিয়ালের জন্য এছাড়া ফেইসবুক এবংং টুইটাররে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।