সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো Google Webmaster Tools এ আপনার সাইট যুক্ত করা।
এই আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সাইট Google Webmaster Tools এ যুক্ত করবেন।
Google webmaster tools কি?
এটি হলো এমন একটি টুল (গুগল প্রদত্ত সুবিধা) যার সাহায্যে আপনি দেখতে পারবেন কিভাবে আপনার সাইট সার্চ ইঞ্জিনে প্রদর্শিত হয়। এটির মাধ্যমে আপনার সাইট সার্চ ইঞ্জিনে কিরকম প্রভাব ফেলছে সেটির তথ্য বা রিপোর্ট দেখতে পারবেন।
আরো জানতে পারবেন, আপনার সাইটের কোন কোন বিষয়গুলোতে বেশি ক্লিক আসছে সার্চ ইঞ্জিন হতে।
বিশ্লেষকদের মতে,
Google webmaster tools also allows you to submit XML sitemap of your website, exclude URLs, and help Google display the most important content of your website. It also notifies you if there is a problem with your site which is stopping Google from crawling and indexing your pages.
কিভাবে Google webmaster tools এ আপনার WordPress সাইট যুক্ত করবেন
সাবস্ক্রাইভ করে রাখুন পরের টিউটোরিয়ালের জন্য
ভিডিও তে ধাপে ধাপে দেখানো আছে কি করতে হবে, যদি ভিডিও দেখতে না চান তাহলে নিচের প্রণালী অনুসরন করুন।
প্রথমে ভিজিট করুন Google webmsater tools ওয়েবসাইটে এবং আপনার একাউন্টের মাধ্যমে সাইন ইন করুন। সাইন ইন করার পর Add new property তে ক্লিক করুন এবং ওয়েবসাইটের এড্রেসটি লিখে সাবমিট করুন।
এরপর আপনার ওয়েবসাইটটি শনাক্ত করার জন্য গুগল কিছু অপশন প্রদান করবে।
আপনি চাইলে HTML ফাইলটি ডাউনলোড করে যেকোন FTP ব্যবহার করে আপলোড করতে পারেন।
নতুবা Alternative Method ব্যবহার করে সহজেই মেটা ট্যাগটি আপনার WordPress সাইটের Header এ যুক্ত করতে পারেন। আপনি WPBeginner এর Header And Footer প্লাগিন ব্যবহার করতে পারেন।
ভেরিফিকেশন কোডটি বসানো হলে ভেরফাই বাটনে ক্লিক করুন। সবকিছু সঠিক ভাবে করে থাকলে একটি সফলতার মেসেজ স্ক্রিনে ফুটে উঠবে।
প্লাগিন ব্যবহার করাতে কোন সমস্যার মুখোমুখি হলে অবশ্যই জানাবেন।
আশা করি এই আর্টিকেল আপনাদের কাজে আসবে। এছাড়া আপনার যেকোন প্রশ্ন আপনি কমেন্টে জানাতে পারেন।