গৃহবন্দী মানুষের বিরক্তি কমাতে ডুডলে গেইম খেলার সুযোগ দিচ্ছে গুগল। আগামী দুই সপ্তাহ গুগলের হোম পেইজে ক্লিক করলে গেইম খেলা যাবে।
গত কয়েক বছরে যত গেইম বা মিনি গেইম গুগলের হোমপেইজে দেখা গেছে সেগুলো গুগল ডুডল ব্লগে আর্কাইভ হিসেবে সংক্ষিত আছে। এই গেইমগুলোর মধ্যে জনপ্রিয় ১০টি ডুডল গেইম সোমবার থেকে খেলার সুযোগ দিচ্ছে গুগল। সোমবার এতে কোডিং ফর ক্যারট গেইম খেলা গেছে।
আজ খেলা যাচ্ছে ক্রিকেট। ইংলিশে ক্রিকেট অর্থ ঝিঁঝিঁ পোকা। আর তাই সে ঝিঁঝিঁ পোকা দিয়েই খেলাটি হচ্ছে।
ডুডলে দেখা যাচ্ছে, দুটি ঝিঁঝিঁ পোকা, ব্যাট হাতে ক্রিজে রয়েছে। তাদের ঘিরে ফিল্ডিং করছে একদল শামুক। প্লে বাটনে ক্লিক করলেই খেলা শুরু হয়ে যাচ্ছে। দৌঁড়ে এসে বল ছুঁড়ে দিচ্ছে বোলার শামুক। আর মাউসে ক্লিক করে ব্যবহারকারী ব্যাটিং নিয়ন্ত্রণ করতে পারছেন।
নিখুঁতভাবে ব্যাট করতে পারলে (ক্লিক করতে পারলে) স্কোরে যোগ হচ্ছে রান। চার-ছক্কা মারলে পাওয়া যাচ্ছে গ্যালারিতে উপস্থিত দর্শকদের ( পোকা-মাকড়) হাততালিসহ অভিনন্দন। পাশাপাশি শূন্য রানে আউট হলে স্ক্রিনে চলে আসছে ‘ডাক’ বা হাঁস সাইন।
যতক্ষণ খুশি খেলা যাচ্ছে গেইমটি। আউট হয়ে গেলে রিফ্রেশ বাটনে ক্লিক করলেই আবার নতুন করে শুরু হচ্ছে খেলা।
পরবর্তী দিনগুলোতে কোন কোন গেইম খেলা যাবে তা আগেভাগে জানায়নি গুগল।