Back

২০২০ গুগল এডসেন্সের নতুন কিছু আপডেট

Shuva
Shuva

8 comments

    1. এক্টিভ হওয়ার জন্য নির্দিষ্ট করে আসলে ঠিক বলা যাবে না, কত ভিউ বা পোষ্ট থাকা লাগবে। তবে এডসেন্সে আবেদন করার আগে অবশ্যই সাইটে ২০-৩০ টি ফ্রেস কনটেন্ট থাকা উচিত বলে আমি মনে করি।

  • আজ প্রায় ১০ দিন হলো এডসেন্স পেয়েছি কিন্তু আমার ওয়েব সাইটে এপ্রুভ দিচ্ছে না। কি করবো একটু জদি জানাতেন অথবা আর একটা নতুন আটির্কেল লিখতেন ২০১৯ এর আপডেট নিয়ে।

    ধন্যবাদ

  • ভাই, আমি যখন গুগল এডসেন্সে এপ্লাই করি, তখন আমার এনআইডি কার্ড ছিল না। তাই, আমার মায়ের এনআইডি কার্ড দিয়ে একাউন্ট খুলি। এখন কি করবো ভাই?

    অলরেডি আমার গুগল এডসেন্স এপ্রোভ হয়ে গেছে। এখন আয় করতেছি।

  • আপনি বললেন কয়েক হাজার ডলার হলেও তা একাউন্টে পাঠানো হবে না। গুগল কেটে রাখবে। তার মানে কি? টাকা পাওয়া যাবে না?

  • আমি আমার ব্লগে এডসেন্স পেয়েছি তবে কিছু লেখা আগে ফেবু থেকে প্রকাশ হওয়া আর সেটা আমাদের ব্লগের নামেই ফেসবুক গ্রুপ থেকে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।