Back

চলে আসলো শাওমি নোটবুক এয়ার

চাইনীজ প্রতিষ্ঠান শাওমি বাজারে নিয়ে এসেছে ১২.৫ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ নোটবুক এয়ার। এটি নতুন রুপে বাজারে ছাড়া হয়েছে তবে ডিজাইন আগের মতোই রয়েছে। 

এতে থাকছে ১২.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। যার রেজুলেশন ৯২০*১০৮০ পিক্সেল। এর রেশিও ১৬ঃ৯। এর ভিউ এঙ্গেল ১৭০ ডিগ্রী। এতে উইন্ডোজ ১০ হোম এডিশনে চলবে।

নোটবুক এয়ার

এর প্রসেসর হিসেবে ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ ব্যবহার করা হয়েছে। সাথে ইন্টেলের গ্রাফিক্স কার্ড। এতে ৪ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে। এতে হার্ড ড্রাইভ ব্যবহার করে বাড়ানো যাবে।

শাওমি নোটবুক এয়ার
4.5

এক কথায়

এতে ১ মেগাপিক্সেলের ওভেব ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন ৭২০ পিক্সেল। শাওমি দাবি করেছে, নোটবুক এয়ার ফাস্ট চার্জিং ১সি সমর্থন করে। এটি ব্যটারি দিয়ে কমপক্ষে সাড়ে ৭ ঘণ্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে।

নোটবুক

৪জি সমর্থিত এই ডিভাইসটির ওজন ১.০৭ কেজি। এতে ইউএসবি টাইপ সি ব্যবহার করার সুবিধা রয়েছে।

চীনের বাজারে এটি প্রি-বুকিং শুরু হয়ে গেছে। এর মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৯৯৯ ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৭০০ টাকা)। কবে নাগাদ এটি দেশের বাজারে আসবে তা জানা যায়নি। নতুন বছরেই দেশের বাজারে এটি পাওয়া যাবে।

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।