ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস চালু হতে আরও এক সপ্তাহ বাকি। ১২ তারিখের অপেক্ষায় না থেকে ইতোমধ্যে এর সাবস্ক্রাইবার ১০ লাখ মানুষ প্ল্যাটফর্মটিতে সাইন আপ করেছে।
ডেটা সংগ্রহকারী কোম্পানি ফার্ম জাম্পশট এ তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এ সংখ্যা শুধু যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক বাজারে এই সংখ্যা আরও অনেক বেশি হবে।
সাত দিনে ফ্রি ট্রায়ালের সুযোগ মিলবে ডিজনি প্লাসে। তাই ফ্রি ট্রায়াল শেষেও প্ল্যাটফর্মটিতে ১০ লাখ মানুষ সাবস্ক্রাইবার হিসেবে থাকবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না।
ডিজনি জানিয়েছিলো, তারা স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে কোনো বিজ্ঞাপন প্রচার করবে না। তবে এখন জানা যাচ্ছে, প্রিমিয়াম টিভি চ্যানেল স্টারজের সঙ্গে তারা চুক্তি করেছে। ‘স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ সিনেমাটি দেখানোর লাইসেন্সের বিনিময়ে তারা স্টারজের বিজ্ঞাপন প্রচারে রাজি হয়েছে।
ডিজনি প্লাসের কনটেন্ট দেখতে প্রতি মাসে ৭ ডলার সাবস্ক্রিপশন ফিতে সাতটি ইউজার প্রোফাইল ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটির কনটেন্টগুলো ৪কে রেজুলেশনে চারটি ডিভাইসে দেখা যাবে। তবে এর জন্য মাসে খরচ করতে হবে ১৬ ডলার। দুটি ডিভাইসে কনটেন্ট দেখতে চাইলে খরচ পড়বে ১৩ ডলার।
প্রথম থেকেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে ৫০০ সিনেমা ও সাড়ে সাত হাজার টিভি অনুষ্ঠানের পর্ব দেখার সুযোগ মিলবে। এছাড়াও, দ্য ম্যান্ডালরিয়ান, দ্য সিম্পসনস, ক্যাপ্টেইন মার্ভেল দেখা যাবে এখানে।
ডিজনি প্লাস মোবাইল অ্যাপটি অফলাইন ডাউনলোডও সাপোর্ট করবে। তাই অগণিত অনুষ্ঠান ও সিনেমা ডাউনলোড করা যাবে