লঞ্চ হল অনর ১০আই। মিডরেঞ্জ সেগমেন্টে এটাই কোম্পানির লেটেস্ট স্মার্টফোন। আপাতত রাশিয়ায় লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।অনর ১০আই তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 4GB RAM আর Android Pie অপারেটিং সিস্টেম।অনর ১০আই আরঅনর ১০ লাইট এর পরে এটা অনর ১০ সিরিজের তৃতীয় স্মার্টফোন।
লঞ্চ হলেও এখনও অনর ১০আই ফোনের দাম ঘোষণা করা হয়নি। শিঘ্রই এই ফোনের দাম জানা যাবে বলে জানিয়েছে চিনের কোম্পানিটি।
অনর ১০আই স্পেসিফিকেশন
অনর ১০আই ফোনে থাকছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। অনর ১০আই ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth সাপোর্ট। অনর ১০আই ফোনে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি।
সুত্রঃ এনডিটিভি