Back

নিজস্ব প্রসেসর আনছে গুগল

আগামী বছর পিক্সেল ফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করতে পারে গুগল। পরবর্তীতে এই প্রসেসর তারা ক্রোমবুকেও ব্যবহার করবে। এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি গুগল।

স্যামসাংয়ের ৫ ন্যানোমিটার প্রসেস যুক্ত প্রসেসরটিতে থাকবে আটটি কোর। এখন পর্যন্ত এটি হোয়াইটচ্যাপেল কোডনেমে পরিচিত। ডিভাইসে এটি ব্যবহারে গুগল অ্যাসিস্ট্যান্টের পারফর্মেন্স আরও উন্নত হবে।

ফটোগ্রাফির মানোন্নয়নের জন্য গত বছর পিক্সেল ৪ এ পিক্সেল নিউরাল কোর নামের একটি চিপ যুক্ত করে গুগল। কিছু পিক্সেল ফোনে তারা টাইটান এম নামেও একটি সিকিউরিটি চিপ ব্যবহার করেছে।

এর আগে যতো পিক্সেল ফোন এসেছে তার সবগুলোতেই ছিলো কোয়ালকমের প্রসেসর। বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোয়ালকমের প্রসেসর। হুয়াওয়ে ও স্যামসাং বাদে অন্যান্য সব অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকে কোয়ালকমের প্রসেসর।

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com
ওয়েবসাইট পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে দক্ষ, কিউরেটর নিশ্চিত করেন নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *