Back

পুরনো ম্যাকবুক কিনছেন, দেখে নিন ব্যাটারির অবস্থা

পুরনাে ম্যাকবুকের ব্যাটারির অবস্থা কেমন সেটি নিয়ে মাথাব্যথা থাকেই। তাই পুরনো ডিভাইস কেনার আগে পরিস্থিতি বুঝে নিন।

দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দিতে ম্যাকবুকের সুনাম রয়েছে। এ কারণে অনেকে পুরানো ম্যাকবুক কেনেন। এর আগে অবশ্য জেনে নিন ডিভাইসটি কতবার চার্জ করা হয়েছে। সেই হিসাব থেকে ধারণা পাবেন ম্যাকবুকটির ব্যাটারির সর্বশেষ অবস্থা সম্পর্কে।

যেভাবে ব্যাটারি লাইফের লিমিট দেখবেন

প্রথমে ম্যাকবুকের উপরের বাম দিকে থাকা অ্যাপল আইকনে ক্লিক করুন। তারপর পপআপে অনেক অপশন দেখা যাবে। সেগুলোর মধ্য থেকে ‘System Information’ অপশনে ক্লিক করতে হবে।

এ অপশনে গেলে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘Hardware’ অপশনটিতে যেতে হবে।সেখান থেকে ‘power’ অপশনে ক্লিক করতে হবে।

তারপর ডান পাশে ‘battery information’ নামে আরেকটি অপশন দেখা যাবে। এটি আসার পর ‘health information’অপশনের নিচে ‘cycle count’ নামের একটি ঘরের পাশে একটা সংখ্যা দেখা যাবে। এটিই হল ব্যাটারি চক্র। 
  সেখানে যদি ১৫২ লেখা থাকে, তাহলে এর অর্থ হলো- আপনার ডিভাইসটির ব্যাটারি ১৫২ বার চার্জ হয়েছে।  

ম্যাকবুকের ব্যাটারি লিমিট কি এবং কেন?

ম্যাকবুকের ‘cycle count’ কত হলে ভালো? এটি আসলে কি? এমন প্রশ্ন জানতে চান অনেকেই। মূলত ‘cycle count’ অপশনে ম্যাকবুকের ব্যাটারি কতবার সম্পূর্ণ চার্জ হয়েছে তা দেখায়।


ম্যাকবুকের ব্যাটারির একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে। একটা সময় ব্যাটারির আয়ু ফুরিয়ে যাবে কিংবা পারফরমেন্স কমবে সেটাই স্বাভাবিক। ম্যাকবুকের ব্যাটারি সর্বোচ্চ কতবার চার্জে ভালো পারফরমেন্স দেবে সেটি নির্ধারণ করে দিয়েছে অ্যাপল। এটাকে বলা হয় ব্যাটারি লিমিট।   মনে করুন, আপনি ২০১৫ সালের ম্যাকবুক এয়ারের একটি সংস্করণ ব্যবহার করেন। এ ডিভাইসে ‘cycle count’ দেখাচ্ছে ৫০০। তাহলে বুঝতে হবে অ্যাপল ডিভাইসটির ব্যাটারি লিমিট নির্ধারণ করে দিয়েছে এক হাজার। অর্থ্যাৎ স্বাভাবিক অবস্থায় ডিভাইসটি আরও ৫০০ বার সম্পূর্ণ চার্জে ভালো ব্যাকআপ দেবে।

এ লিমিট শেষ হলে ম্যাকবুকে ব্যাটারির সর্বোচ্চ সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। ডাউন কিংবা চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যা দেখা দেবে। এমন ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করে নিতে হবে।   বলে রাখা ভালো, লিমিট শেষ হলেই যে ব্যাটারি পুরোপুরি বাতিলের খাতায় ফেলে দিতে হবে তা নয়, অনেক ভাগ্যবান গ্রাহক লিমিট শেষ হওয়ার পরেও ভালো ব্যাকআপ পেয়েছেন।

কোন ম্যাকবুকে ব্যাটারি লিমিট কত?

২০১০ সাল থেকে ২০১৮ পর্যন্ত সব ম্যাকবুক এয়ার সংস্করণে ব্যাটারি লিমিট এক হাজার। ২০০৯ ও ২০০৮ সালের ম্যাকবুক এয়ারের ব্যাটারি লিমিট যথাক্রমে ৫০০ ও ৩০০।   অন্যদিকে ২০০৯ থেকে ২০১৮ সালের ম্যাকবুক প্রো সংস্করণের লিমিট এক হাজার।
২০০৯ থেকে ২০১৭ সালের ম্যাকবুক সংস্করণের লিমিট এক হাজার এবং ২০০৬ থেকে ২০০৯ সালে বাজারে আসা সংস্করণের লিমিট ৩০০।


  এ লিমিট শেষ হলে ম্যাকবুকে ব্যাটারির সর্বোচ্চ সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। ডাউন কিংবা চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যা দেখা দেবে। এমন ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করে নিতে হবে।   বলে রাখা ভালো, লিমিট শেষ হলেই যে ব্যাটারি পুরোপুরি বাতিলের খাতায় ফেলে দিতে হবে তা নয়, অনেক ভাগ্যবান গ্রাহক লিমিট শেষ হওয়ার পরেও ভালো ব্যাকআপ পেয়েছেন।


কোন ম্যাকবুকে ব্যাটারি লিমিট কত?

২০১০ সাল থেকে ২০১৮ পর্যন্ত সব ম্যাকবুক এয়ার সংস্করণে ব্যাটারি লিমিট এক হাজার। ২০০৯ ও ২০০৮ সালের ম্যাকবুক এয়ারের ব্যাটারি লিমিট যথাক্রমে ৫০০ ও ৩০০।   অন্যদিকে ২০০৯ থেকে ২০১৮ সালের ম্যাকবুক প্রো সংস্করণের লিমিট এক হাজার।
  ২০০৯ থেকে ২০১৭ সালের ম্যাকবুক সংস্করণের লিমিট এক হাজার এবং ২০০৬ থেকে ২০০৯ সালে বাজারে আসা সংস্করণের লিমিট ৩০০।

Source: Techshohor

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।