NotunBlog
নতুনBlog » প্রযুক্তি » ফেইসবুক এ্যাপ হতেই এখন নেওয়া যাবে ৩৬০ ডিগ্রির ছবি

ফেইসবুক এ্যাপ হতেই এখন নেওয়া যাবে ৩৬০ ডিগ্রির ছবি

ফেইসবুকের প্রতিষ্ঠাকাল থেকেই ব্যবহারকারীরা এই পর্যন্ত প্রায় ৭০ মিলিয়ন ৩৬০০   ছবি আপলোড করেছে।  এই ৭০ মিলিয়ন ছবির একটিও ফেসবুক এ্যাপ ক্যামেরা দিয়ে তোলা হয়নি। আজ থেকে পরিবর্তনের শুরু। গ্রাহকরা ফেসবুক এ্যাপের মাধ্যমে ৩৬০ ছবি এবং ভিডিও ধারন করতে পারবে এবং ততক্ষণাৎ সেটি আপলোড করা যাবে।

পুরনো অবস্থা

আগে গ্রাহকদের ৩৬০ ছবি তুলতে হলে ফেইসবুক এ্যাপ হতে বের হয়ে ক্যামেরা এ্যাপ ব্যবহার করে প্যানোরমা ছবি তুলতে হতো এবং পুনরায় ফেইসবুক এ্যাপ ওপেন করে ছবিটি আপলোড করতে হতো।

আরো দেখুনঃ ব্লগ কি?

নতুন

ফেইসবুক ৩৬০
ফেইসুক এ্যাপ

এখন থেকে ফেসবুক এ্যাপের সাহায্যে ছবি তুলে তা আপলোড করে আপনি চাইলে কভার ফটো হিসেবে যুক্ত করতে পারবেন।

ফেইসবুক হতে কিভাবে তা করবেন

  1. ফেসবুক এ্যাপটি চালু করুন এবং ৩৬০ ফটোতে ক্লিক করুন (যা রয়েছে নিউজ ফিড আপডেট স্টাটাসের কাছেই)
  2. নীল বাটনে ক্লিক করুন এবং প্যানোরমিক ছবিটি ধারণ করুন
  3. ছবির জন্য আপনার পছন্দসই অবস্থা নির্বাচন করুন, এবং শেয়ার  করুন।

আকাশ

বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন তাকে ছোটবেলা থেকে বাকরুদ্ধ করতো, তাই প্রযুক্তির টার্মগুলো সহজ করতে এই তার ক্ষুদ্র প্রচেষ্টা।

মন্তব্য করুন

সংযুক্ত থাকুন​

সোশ্যাল মিডিয়া গুলোতে আমাদের সাথে যুক্ত হয়ে সকল আপডেট গুলো সবার আগে পান!

Cart

id, elit. ipsum quis facilisis suscipit Sed libero felis ultricies at