একটি রাসায়নিক প্রতিক্রিয়া ব্যবহার করে সহজেই বরফ -এ আগুন লাগিয়ে দেওয়া যায়। দেখে নেওয়া যাক বরফে আগুন লাগাতে আমাদের কি কি প্রয়োজন হবে?
আরোঃ আমরা কিভাবে রঙ দেখি?
উপাদান
- ক্যালসিয়াম কার্বাইড চিপস বা দানা
- বর ফ এবং
- একটি পাত্র
বরফ -এ আগুন দেওয়ার উপায়
- এক চা চামচ ক্যালসিয়াম কার্বাইড পাত্রটিতে ঢাল।
- এবার বরফগুলো দিয়ে পাত্রটি ভর্তি করে ফেল।
- এবার একটা লম্বা হাতলের লাইটার দিয়ে বরফে আগুন জ্বালিয়ে দাও। (বড় পাত্রের ক্ষেত্রে দেশলাইয়ের কাঠি দিয়েও জ্বালানো যাবে)

কিভাবে সম্ভব হলো?
যখন বরফগুলো গলে, তখন পানি ক্যালসিয়াম কার্বাইডের সাথে প্রতিক্রিয়া করে যা এসিটিলিন গ্যাস উৎপাদন করে, যা জ্বলন্ত এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নিচের বিক্রিয়াটি ঘটে বলেই বরফে আগুন জ্বলে উঠে।
[nb_highlight background=”#ffe499″]CaC2(s) + 2 H2O(l) → C2H2(g) + Ca(OH)2(s)[/nb_highlight]
বরফে আগুন দেওয়ার সাথে সাথে এসিটিলিন ফুলকির মত জ্বলে উঠে। বরফ গলে যত বেশি এসিটিলিন উৎপাদন হয় তত বেশি অবশিষ্ট ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া করে।