Back

বর্ণবাদের অভিযোগে ফেইসবুকের দুঃখ প্রকাশ

বর্ণবাদী আচরণ করার অভিযোগে বর্তমান এবং সাবেক মিলিয়ে ১২ কর্মীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ফেইসবুক।

সামাজিক মাধ্যমটি গতকাল কালো, হিস্পানিক এবং এশিয়ান মহিলা কর্মীর কাছে ক্ষমা চেয়েছে।

ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুক তাদের কর্মীদের কাছে ‘এফবি ব্লাইন্ড’ নামের একটি গ্রুপে বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছে। যে গ্রুপে ওই  ১২ কর্মীও রয়েছেন।

‘আমরা এখন হাসতে পারি। আমরা ইন্ডাস্ট্রির প্রভাবক বা সেলিব্রেটিদের সঙ্গে কোনো কিছু ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি। আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারি এবং প্রায় তিন বিলিয়ন লোককে প্রভাবিত করে এমন একটি সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা কতটা খুশি তা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি।’ এই লেখাগুলো নিয়ে সেই পোস্ট করা হয়েছে।

ফেইসবুকের কর্মীরা লিখেছেন, ভিতরে ভিতরে আমরা খুব হতাশ। রাগান্বিত। হতাশ। বিষন্ন। আমাদের যেভাবে এখানে মূল্যায়ন করা হয় সেটা খুবই খারাপ। আমরা এমনটা কখনোই প্রত্যাশা করি না।

এমন বর্ণবাদী আচরণ শুধু কালো বলেই হচ্ছে না, বরং যারা অন্য ধর্মের তাদের প্রতিও একই আচরণ করা হয়।

এমন আচরণের কথা এর আগেই ফেইসবুকের এইচআর বিজনেস ম্যানেজারের কাছে জানিয়েছেন বলেও লিখেছেন কর্মীরা।

ফেইসবুকের এক মুখপাত্র বলেছেন, যেকোনো স্থানেই হোক ফেইসবুকের এক কর্মীর দ্বারা অন্য কর্মী এমন বর্ণবাদী আচরণের শিকার হবেন এমনটি প্রত্যাশিত নয়। এটা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।