ডিভাইস ক্যাটাগরিতে ভারতীয়দের পছন্দের ব্র্যান্ড তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং মোবাইল।
ভারতের টেলিযোগাযোগ খাতে তীব্র প্রতিযোগিতা সৃষ্টিকারী সেলফোন অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম সবচেয়ে পছন্দের ২০ ব্র্যান্ডের তালিকায় শীর্ষ চারে রয়েছে।
গত বৃহস্পতিবার টিআরএ রিসার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
টিআরএ রিসার্চের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এন. চন্দ্রামৌলি স্যামসাং মোবাইলেরজনপ্রিয়তা সম্পর্কে বলেন, ভারতে ৮০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি মূল্যের স্মার্টফোন সরবরাহ করছে প্রতিষ্ঠানটি, যা দেশটির ডিভাইস বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে সম্পূর্ণ ভিন্ন। স্যামসাং মোবাইল একমাত্র ব্র্যান্ড, যেখান থেকে মানুষ সব ধরনের মূল্যে ডিভাইস পেয়ে থাকেন। এক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট একটি প্রাইস রেঞ্জের ডিভাইস সরবরাহ করে।
টিআরএ রিসার্চ ভারতের ১৬টি শহরের ২ হাজার ৪৭৪ জনের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।
No Comments
Leave a comment Cancel