তাহলে আপনিও “ব্লগ” সম্পর্কে শুনেছেন। এখন আপনি জানতে চান ব্লগ আসলে কি জিনিস? এটি কি খাওয়া যায়? নাকি এটা গায়ে চড়াবার জিনিস? মনে যদি এসব প্রশ্ন এসে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই আর্টিকেল আপনাকে ব্লগ নিয়ে সকল তথ্য জানাবে এবং এতদসংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে।
আপনার যদি একটি ব্লগ থাকে তাহলে আপনি হাজারো পাঠকের মাঝে আপনার চিন্তা-ভাবনা, গবেষণা এবং বিভিন্ন বিষয়ে অবহিত করতে পারবেন। এছাড়া ব্লগের মাধ্যমে আপনার জনপ্রিয়তার সাথে সাথে হয়ে যেতে পারে আপনার অর্থ উপার্জন-র একটি বিকল্প উপায়।
ব্লগ কি?
চলুন কিছু সংজ্ঞা দিয়ে শুরু করা যাক। ব্লগ হলো একটি ব্যক্তিগত ডায়েরি, নিজেকে বিশ্বের কাছে তুলে ধরার মাধ্যম, নিজের ভাবাবেগ এবং চিন্তাভাবনা প্রকাশের মাধ্যম। হ্যাঁ, আপনি চাইলে ব্লগে সকল কিছু করা সম্ভব। ব্লগ নিয়ে আমি বলব এটি হলো চলমান বা ধারাবাহিক আপডেটেড ওয়েবসাইট। ব্লগ হলো “উইব্লগ” শব্দের সংক্ষিপ্ত রূপ। আপনি ব্লগকে “ব্লগ” বলুন বা “উইব্লগ” বলুন দুটো একই অর্থ বহন করে। আরো কিছু সংজ্ঞা দেখে নেওয়া যাকঃ
“…the first journalistic model that actually harnesses rather than merely exploits the true democratic nature of the web. It’s a new medium finally finding a unique voice.”–Andrew Sullivan
“[a] collection of posts…short, informal, sometimes controversial, and sometimes deeply personal…with the freshest information at the top.”–Meg Hourihan
আপনি যদি ব্লগিং শুরু করবেন ভাবছেন তাহলে এই গাইড দেখে নিন।
পরিভাষা
ব্লগ পরিচালনায় যে ব্যক্তি প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছে তাকে বলা হয় ব্লগার । শ্রমটি হলো ব্লগিং । তাহলে বলা যায় , ব্লগার ব্লগে ব্লগিং করে । কিন্তু আপনার উত্তরটি সন্তুষ্টি জনক হবে না। চলুন তাহলে নিচে দেখা যাকঃ
- Blog (Noun) –
a journal or diary that is on the Internet - Blogger (Noun) –
a person who keeps a blog – Bloggers are revolutionizing the way news is shared. - Blog (Verb) –
to write a blog – I am going to blog before breakfast this morning. - Blogging (verb) –
the action of writing a blog – Blogging is my way of sharing my passions with the world.
সাধারনত ব্লগ এমন জায়গা যেখানে ব্যক্তি তার নিত্য কাজগুলো লিখে রাখে।
কারা ব্লগিং করে?
তারা কারা যারা প্রতিনিয়ত বিভিন্ন লেখা তাদের ব্লগে লিখে যায়? তারা আপনার মতই একজন। শখের বসে বা অন্য উদ্দেশ্য নিয়ে তারা এই কাজ করে। প্রতিদিন লক্ষাধিক মানুষ ব্লগ লিখে চলেছে। এমন অনেকে রয়েছে যাদের প্রযুক্তিগত জ্ঞান খুবই কম কিন্তু ইন্টারনেটের পাওয়ারফুল কিছু টুল ব্যবহার করে তারা ব্লগিং করছে। চাইলে আজ থেকে আপনিও ব্লগেও নেমে পড়তে পারেন।
মানুষ কেন ব্লগিং করে?
আপনার প্রশ্ন হতে পারে কেন একজন ব্যক্তি ব্লগে লেখে। আমি বলব এর উত্তর মানবজাতির স্বভাবেই রয়েছে। আমরা চাই আমাদের কন্ঠ সারা দুনিয়াতে ছড়িয়ে যাক এবং ইন্টারনেট মাধ্যম ব্যবহারে আজ তা সম্ভব। একটু কষ্ট করলেই সেই ব্লগার বা ব্যক্তি হাজার হাজার পাঠকের কাছে পৌঁছে যেতে পারবে।
অনেকে নিজের নিত্য কাজ লিখে রাখার কাজে ব্লগ ব্যবহার করে আবার অনেকে তথ্যবহুল পোষ্ট বা ট্রিক এবং টিপস শেয়ার করে।
যে বিষয়গুলো ব্লগ শুরু করার আগে জানা প্রয়োজন
আপনাকে বলছি
আপনার প্রিয় ব্লগ কোনটি? আপনি কি ব্লগিং শুরু করে দিয়েছেন? শুরু করবেন ভাবছেন? আপনার ব্লগ কি নিয়ে?
পরের আর্টিকেল আসা পর্যন্ত আপনাদের উত্তরের অপেক্ষায়। 🙂