আপনি যদি ইউটিউবে ভিডিও তৈরি করেন এবং সেটি যদি প্রথম ১৭ ঘণ্টার মধ্যে ২৫ লাখ বার দেখা হয় তাহলে তার ভিউ কাউন্ট ভিডিওতেই উপরে ডান দিকে দেখাবে।
এটি হলে আপনাকে আর বার বার রিফ্রেশ করে দেখতে হবে না ভিডিও কতবার দেখা হলো।
ইউটিউবার টম স্কটের নতুন একটি ভিডিও এমন ফিচার পেয়েছে। সেখানে টাইটেলে দেখা যাচ্ছে, ভিডিওটি কতবার দেখা হয়েছে সেটি। এমনকি সেটি বারবার আপডেটও হচ্ছে।
স্কট ব্যাখ্যা করেন যে, তিনি যখন তার কোনো ভিডিও কোড বদল করতে যান তখন তিনি কোনো ওয়েব ব্রাউজার ওপেন করার কথা জিজ্ঞেস করেন না।
অন্যদিকে এটি ইউটিউবে একটি রিকোয়েস্ট পাঠায়; সেখানে ইউটিউব ভিডিওর আইডি আছে, এখানে চাইলে বদলও করা যায়। কারণ, সেখানে সঠিকতা যাচাইয়ের সব উপকরণও রয়েছে। সেখানে ইউটিউবের কাছে একটি রিকোয়েস্ট করা হয় এবং সেখান থেকে একটি কোড পাঠানো হয়। এবং পরে সেই ভিডিওর ডেটা বদল করা হয়।
একটি ভিডিও দিয়ে অবশ্য স্কট বলেছেন কিভাবে টাইটেল আপডেট করা হয়। এছাড়াও ইউটিউব সেটা কিভাবে করে তার একটা বিস্তারিত তুলে ধরেছেন সেখানে।