চীন ভিত্তিক জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের (ওএস) নতুন সংস্করণ ‘এমআইইউআই ১২’ আনছে শিগগিরই। আগামী ২৭ এপ্রিল ২০২০ তারিখে এ সংস্করণ উন্মুক্ত হবে। একই দিন মধ্যম বাজেটের ‘এমআই ১০ ইয়থ’ মডেলের ফাইভজি স্মার্টফোনও অবমুক্ত করবে শাওমি।
আরো পড়ুনঃ শাওমির অজানা কিছু তথ্য
ইতোপূর্বে ‘এমআই ১০ লাইট ফাইভজি’ ইউরোপের বাজরে ছেড়েছে শাওমি। আর শিগগিরি অবমুক্ত হতে যাওয়া ‘এমআই ১০ ইয়থ’ ইচ্ছে ‘এমআই ১০ লাইট ফাইভজি’-এর কাছাকাছি হালনাগাদ সংস্করণ। ‘এমআই ১০ ইয়থ’ সেটের বিশেষ একটি ফিচার হচ্ছে, এখানে টেলিফটো সেটআপ রাখা হয়েছে, আর জুম হবে ৫০এক্স পর্যন্ত। এই বিশেষ ফিচারটি অবশ্য ‘এমআই ১০ লাইট ফাইভজি’-এ নেই।
এদিকে, শাওমির নতুন অপারেটিং সিস্টেমের ডিজাইন, ফন্টসহ অনেক কিছুতেই চমক রাখা হয়েছে। রেডমি, পকো সিরিজের বেশিরভাগ সেটেই নতুন সংস্করণ ইনস্টল বা হালানাগাদ করা যাবে।
এমআইইউআই ১২ সংস্করণের সম্ভাব্য ফিচার :
- নেভিগেশন ও গ্যাশ্চারে নতুনত্ব
- আরো উন্নত ক্যামেরা ইউজার ইন্টারফেস (ইউআই)
- উপযুক্ত ডার্ক মোড
- নোটিফিকেশন সিস্টেমে নতুনত্ব
- সিস্টেম লেভেলে পরিবর্তন
- বিজ্ঞাপন সেবা সীমিতকরণ