স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে গুগল প্লাস। চলতি বছরের ২ এপ্রিল থেকেই এ সার্ভিসটি ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু করবে গুগল। নিরাপত্তা ত্রুটি প্রকাশ হওয়ার পর গুগল প্লাস বন্ধের ঘোষণা দেয় গুগল।
তবে গত ফেব্রুয়ারি থেকেই গুগল প্লাসের কিছু ফিচার অফলাইনে রাখার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ব্যবহারকারীদের ডাটা সংরক্ষণ প্রক্রিয়াও চলছে।
সম্প্রতি রেডিটে এক পোস্টে গুগলের ইন্টারনেট অ্যান্ড আর্কাইভ টিম জানিয়েছে, গুগল প্লাস ব্যবহারকারীর পাবলিক পোস্টগুলো ডিলিট করার আগে সংরক্ষণের ব্যবস্থা করছে তারা।
অবশ্য গুগল প্লাসের সব কন্টেন্ট আর্কাইভ করা হবে না। প্রাইভেট করে রাখা এবং ব্যবহারকারী মুছে ফেলেছেন এমন কন্টেন্ট সংরক্ষণ করা হবে না। তবে ফটো, ভিডিও রেজল্যুশন কমিয়ে সংরক্ষণ করা হবে।
আর্কাইভ টিম জানিয়েছে, গুগল প্লাসের কন্টেন্ট সংরক্ষণের ক্ষেত্রে চাইলে আগ্রহীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন।
সুত্র: এনডিটিভি
No Comments
Leave a comment Cancel