NotunBlog
নতুনBlog » বোধ » ১৫ আগষ্ট শোক দিবস কাদের জন্য?

১৫ আগষ্ট শোক দিবস কাদের জন্য?

ইংলিশ পরীক্ষা আজ। স্বভাবত ঘুম থেকে দেড়ি করে উঠা প্রত্যাহিক কর্মের মধ্যে একটি। ঘুম থেকেই উঠেই হন্যে হয়ে বেড়িয়ে পড়লাম। কালো কলম নিতে গিয়ে নীল কলম নিয়ে আসায় পুরো OMR নীল করে দিয়ে আসি। ও আচ্ছা যা বলছিলাম,

শোকদিবস কাদের জন্য? এটির উত্তর দেওয়ার আগে একটু পেছনে যাওয়া যাক আবার সুদূর অতীতে নয়।  সকালের দিকে ফিরে যাব।

যথারীতি গাড়ি পাওয়ার ঝক্কিঝামেলা আজ পোহাতে হয়নি।  সাউথ এশিয়াটিক স্কুল যা পানির কলস্থ কোন একটি চিপ্পাগলির ভিতরে অবস্থিত। রাস্তার মুখে ৫০-৬০ জন্য শিক্ষার্থী (!) রাস্তায় দাঁড়িয়ে আছে বিভিন্ন ফেস্টুন এবং ব্যানার হাতে।

“(!)”     দেখবেন ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা এখনো ভালো করে “শ” উচ্চারণ করতে পারেনা।

পড়ন্ত রোদে বাচ্চাগুলোকে আধঘন্টার মত দাঁড় করিয়ে রেখেছে।  রাস্তার পাশের ধুলাবালি আর বড় বড় গাড়ি যেকোন বিপদ ঘটতে পারতো। সকলেই ঘামছে। যেখানে আমাদের মত মানুষের গরমে নাজেহাল হতে হয় সেখানে এরাতো শিশু।

আশা করি স্কুল কতৃপক্ষ বা যারা এই দায়িত্বে রয়েছেন তারা প্রথমেই এই শিশুদের শোক কি বিষয় সেটি দীক্ষা দিবেন সাথে সাথে গল্পের ছলে আমাদের ইতিহাস,  মুক্তিযুদ্ধ এবং এতিহ্যের বিষয়গুলো বুঝাবেন। এতে থেকে তাদের বোধদয় হবে।

মূল প্রশ্নের উত্তরে আসি, শোকদিবস সকলের জন্য যাদের বোধদয় হয়েছে। মন থেকে তাদের প্রতি ঘৃনা যারা এই হত্যাকান্ডের মূল হোতা।

হ্যা আজকের ইংরেজি পরীক্ষা অন্যান্য পরিক্ষা থেকে ভালো হয়েছে। 🙂

আকাশ

বিশাল বিশাল স্বপ্ন সাথে শূন্য বিনিয়োগ, সফলতা কি সম্ভব?

মন্তব্য করুন

সংযুক্ত থাকুন​

সোশ্যাল মিডিয়া গুলোতে আমাদের সাথে যুক্ত হয়ে সকল আপডেট গুলো সবার আগে পান!

Donec luctus risus suscipit lectus ut amet,