Back

কিভাবে রুট ছাড়া Android হতে Google Search Bar রিমুভ করবেন

নিচের ছবিটিকে চিনতে পেরেছেন? হ্যাঁ, সেটাই আমাদের চিরায়িত Google Search Bar যা ফোন স্ক্রিনের উপরের অংশ সবসময় দখল করে বসে থাকে।

Google Search Bar

এই Google Search Bar রিমুভ করার অনেকগুলো উপায় রয়েছে। আমি আপনাকে পরামর্শ দিবো সার্চ বার কিছুক্ষন ক্লিক করে ধরে রাখার জন্য যদি উপরের দিকে রিমুভ কোন বাটন দেখতে পান তাহলে Google Search Bar টিকে টেনে নিয়ে গিয়ে রিমুভ বাটনে ফেলুন।

দুঃখজনক হলেও সত্যি যে অনেক ফোনে উপরের উপায়ে Search Bar রিমুভ করা সম্ভব হয় না। রিমুভ যারা করতে পেরেছেন তাদের অভিনন্দন।

চলুন এবার তাহলে আমরা ভিন্ন কিছু উপায়ে Google Search Bar রিমুভ করার চেষ্টা করবো।

Google App ডিজেবলের মাধ্যমে

২য় সবচেয়ে সহজ উপায় হলো গুগুল এপ ডিজেবল করে দেওয়া কিন্তু সমস্যা হলো এরপর আপনি আর স্ক্রিনের উপরের অংশে যেখানে সার্চ বার ছিলো সেখানে অন্য কিছু রাখতে পারবেন না।  এছাড়া Google App ডিজেবল করা দেওয়ার কারণে আপনি Google Now এবং Google Assistant ব্যবহার করতে পারবেন না।

Google-App-ডিজেবল

কিভাবে ডিজেবল করবেনঃ

  1. সেটিং ওপেন করুন
  2. App সিলেক্ট করুন
  3. Google App বেছে নিন
  4. Disable বাটনে ক্লিক করুন

Custom Launcher ব্যবহার করে

সবচেয়ে ভালো উপায়টি হলো Launcher ব্যবহার করা কারণ Launcher আপনার হোমস্ক্রিনকে আপনার মনের মত করে সাজানোর সুযোগ করে দেয়।

Google Play Store এ অনেকগুলো Launcher আপনি পেয়ে যাবেন। Play Store এ গিয়ে যেকোন Launcher ডাউনলোড এবং ইন্সটল করে ফেলুন। সেখানে আপনি ফ্রি বা পেইড যেকোন Launcher বেছে নিতে পারেন।

এখানে Nova Launcher এর স্ক্রিনশট দেওয়া হলো

রিমুভ-Google-Search-Bar

যেভাবে করবেনঃ

  1. Google play store এ যান
  2. Nova Launcher সার্চ করুন
  3. App সিলেক্ট করুন এবং ইন্সটল করুন
  4. ইন্সটল হয়ে গেলে ওপেন করুন
  5. HomeScreen সুইচে ক্লিক করে Nova Launcher সিলেক্ট করে দিন
  6. এখন Google Search Bar এ ক্লিক করে ধরে রাখলে আপনি কিছু অপশন দেখতে পারবেন
এডিট-Google-Search-Bar
নিচে পড়ুন এখনো শেষ হয়নি
  • আপনি চাইলে Nova Launcher কে ডিফল্ট হোম হিসেবে ব্যবহার করতে পারবেন এজন্য Settings>Home এ গিয়ে Nova Launcher কে Always করে দিন

আজকে এটুকুই।  এছাড়া আপনি পড়তে পারেন পুরাতন মোবাইল বিক্রয়ের আগে যা করা প্রয়োজন

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।