Back

চীনে বন্ধ পাবজি, আসবে এলিট গেইম ফর পিস

চীনে প্লেয়ারস আননোন ব্যাটেলগ্রাউন্ড (পাবজি) গেইমটি বন্ধ করে দিয়েছে গেইমটির পাবলিশার টেনসেন্ট।

গেইমটির প্যারেন্ট কোম্পানি টেনসেন্ট চীন সরকারের কাছ থেকে গেইমটি থেকে ইন অ্যাপ পারর্চেসের অনুমতি পায়নি। সরকারি বিধি নিষেধ থেকে বাঁচার জন্য গেইম ফর পিস নামের দেশপ্রেমভিত্তিক একটি গেইম আনছে টেনসেন্ট

ট্যাকটিকাল শুটিং গেইমটি তৈরি করা হয়েছে এয়ারফোর্স সদস্যদের নিয়ে, যারা দেশের আকাশ নিরাপদ রাখতে সদা সতর্ক থাকে। গেইমটিতে রক্তপাত দেখানো হয়নি। এতে নেভি সদস্যরা মারা যাওয়ার আগে হাত নেড়ে বিদায় জানাবেন।

গেইম বিশেষজ্ঞ চুই চেনিয়ুর মতে, পাবজির আর এলিট ফোর্স ফর পিস গেইমটি একই ধরণের। গেইমপ্লে, ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক ডিজাইন, চরিত্র সবই প্রায় এক। যারা পাবজি খেলছিলেন তাদের অর্জন গেইম ফর পিসে স্থানান্তরিত করা হবে। চীনে মোবাইলে পাবজি খেলতে প্রতিদিন গেইমটিতে প্রবেশ করতেন ৭০ মিলিয়ন গেইমার।

পাবজি গেইমজি বাজারে আসে গত বছরের মার্চে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই গেইম থেকে টেনসেন্ট গত বছর আয় করেছিলো প্রায় ১৪৮ কোটি ডলার।

উৎসঃ টেকশহর

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।