Back

ডেল গ্রাহকদের তথ্য চুরির চেষ্টা হ্যাকারদের

ডেলের ওয়েবসাইট হ্যাক করে গ্রাহকদের তথ্য চুরির চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। বুধবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে ডেল তাই সতর্কতা হিসেবে পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দিয়েছে। 

আরোঃ দফায় দফায় ফেসবুকে হ্যাকারদের আক্রমণ

তারা জানায়, চলতি মাসের প্রথম দিকে এক অনুপ্রবেশকারী গ্রাহকদের নাম, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড চুরির চেষ্টা করে। ওই হ্যাকার ওয়েবসাইট থেকে কিছু তথ্য নিতে পারে। তবে তদন্তে এখন পর্যন্ত কোনো তথ্য চুরির ঘটনা ধরা পড়েনি।

ডেল
সতর্কতা হিসেবে পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দিয়েছে ডেল

এ দিকে, যাদের ডেলের ওয়েবসাইটে রেজিস্টার্ড অ্যাকাউন্ট আছে তাদেরকে আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইমেইলে পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরোঃ কিবোর্ড থেকে চুরি হয় পাসোয়ার্ড

বিবৃতিতে তারা জানায়, বড় পরিসরে সাইবার হামলাটি চালানো হয়নি। ওয়েবসাইটে ঢোকার পরপরই ওই হ্যাকারকে শনাক্ত করা হয়। 

ডেল -র মুখপাত্র জানিয়েছেন,

এখন পর্যন্ত কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো খবর পাওয়া যায়নি।  তাই ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রকাশ করাটা সমীচীন বলে মনে করছি না। আর এখন পর্যন্ত ওয়েবসাইটের কার্যক্রমেও কোনো ব্যাঘাত ঘটেনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি ডেল একটি ডিজিটাল ফরেনসিক ফার্মকে ঘটনাটির তদন্তের দায়িত্ব দিয়েছে।

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।