Back

ফোর্টনাইট গেইম খেলা যাবে শুধুমাত্র গ্যালাক্সি নোট ৯ এ

নির্মাতা এপিক গেইমস জানিয়েছে,

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপেই শুধু খেলা যাবে তাদের তুমুল জনপ্রিয় গেইম ফর্টনাইট। ফোনটিতে বিল্ট ইন হিসেবে ইন্সটল করা থাকবে গেইমটি।

এখনকার সবচেয়ে জনপ্রিয় ঘরানা ব্যাটল রয়্যাল ধর্মী গেইম ফোর্টনাইট। শুরুতে পিসিতে দুনিয়া কাঁপিয়ে সেটি পরে আইওএস আর নিন্টেন্ডো সুইচের জন্যও প্রকাশ করা হয়। বহুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েডেও আসছে গেইমটি। এখন এপিক গেইমস থেকেই জানানো হয়েছে, স্যামসাংয়ের সঙ্গে এই এক্সক্লুসিভিটি চুক্তির কথা।
সাধারণত গ্যালাক্সি নোট সিরিজ প্রফেশনাল কাজের জন্যই ব্যবহৃত হয়ে থাকে, এবার সেই অবস্থান বদলাতেই স্যামসাংয়ের এ চেষ্টা।

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।