Back

Google Find My Device ফিচারটি কিভাবে ব্যবহার করবেন?

মোবাইল হারিয়ে ফেলা বর্তামান সময়ে খুবই বাজে একটা ঘটনা, আমারা বর্তমানে প্রায় সকলই গুরুত্বপূর্ণ তথ্যই ফোনে সংরক্ষন করি। সেই ফোন হারিয়ে যাওয়া আসলে খুবই স্ট্রেসফুল। গুগলের Find My Device (আগে নাম ছিলো Device Manager) স্মার্টফোন,  স্মার্টওয়াচ সহ যেকোন গুগল ডিভাইস খুজে পেতে সাহায্য করে, এমনকি প্রয়োজন হলে ফোন লক কিংবা ফোন থেকে তথ্য ডিলেট করার সক্ষমতাও রয়েছে এই ফিচারের। আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কে তৈরি করেছে তা বিবেচনা করেই নীচের দিকনির্দেশগুলিতে প্রয়োগ করা উচিত: গুগল, হুয়াওয়ে, শাওমি, ইত্যাদি শুধুমাত্র স্যামসাং ছাড়া, যার আলাদা প্রক্রিয়া রয়েছে।

আরো পড়ুনঃ এন্ড্রয়েড ফোন টিকবে তো?

কিভাবে Google Find My Device সেটাপ করবেন

 আপনি আপনার যেকোন অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Find My Device সেট আপ করতে পারেন, তারপরে আপনার ডিভাইসটি Find My Device অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার কম্পিউটার থেকে আপনার ডিভাইসটি বা অন্য কোনও Android এর থেকে এটি সনাক্ত করতে পারবেন।  আপনার Google একাউন্ট ব্যবহার করে অ্যাপ্লিকেশনটিতে সাইন ইন করুন এতে আপনি ডেক্সটপের মতই ইউজার এক্সপেরিয়েন্স পাবেন।। 

এজন্য অবশ্য কিছু শর্ত মানতে হবে, শর্তগুলোঃ

  • ফোন চালু থাকতে হবে
  • গুগল একাউন্টে সাইন ইন করা থাকা লাগবে
  • ওয়াইফাই অথবা মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করা থাকা লাগবে
  • লোকেশন সার্ভিস চালু থাকা লাগবে
  • Find My Device চালু থাকা লাগবে

কিভাবে চেক করে দেখবেন আপনার ফোনে ঠিকঠাক ফিচারটি চালু রয়েছে কিনাঃ

১) ফোন চালু করুন

২)এরপর সেটিংসে যান, আগে অবশ্যই মোবাইল ডাটা অথবা ওয়াইফাই চালু রাখবেন।

Find My Device - ওয়াইফাই চালু করুন
মোবাইল ডাটা অথবা ওয়াইফাই চালু রাখবেন

৩) এরপর Google > Google Account আপনার একাউন্টে লগিন করা থাকলে আপনার নাম এবং ইমেইল ছবিসহ লেখা উঠবে।

একাউন্ট লগিন
Google > Google Account

৪) এরপর Security & location কিছি কিছু ফোনে Google > Security অপশনে যেতে হয়। 

আরো পড়ুনঃ সিক্রেট ফোন টিপস

৫) এরপর আপনি Find My Device অপশন দেখতে পাবেন,  হয়ত অপশনটি অন নাহয় অফ দেখাবে৷ অন করা না থাকলে অন করে দিন। 

Find My Device
ফাইন্ড মাই ডিভাইস অপশন

৬) আবার Security & location এ ফিরে যান এরপর সেখানে Privacy তে ক্লিক করুন। সেখানে Location অপশন দেখতে পাবেন। এটি অন অথবা অফ করা থাকতে পারে৷ তাই অফ থাকলে অন করে দিন।

Location অপশন
Location অপশন

এভাবে সেটাপ করে ফেললে আপনি খুব সহজেই হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে পারেন। এজন্য আপনাকে পড়ে ফেলতে হবে হারানো মোবাইল খুঁজে পাওয়ার গাইডটি

আমাদের আর্টিকেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক এবং টুইটারে শেয়ার করতে পারেন এবং প্রতিদিন আপডেট পেতে চাইলে আমাদের ফেইসবুক পেইজে লাইক করে রাখতে পারেন।
আকাশ
আকাশ
https://notunblog.com
যিনি স্বপ্ন লিখেন বাংলা ভাষায়। ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার সমৃদ্ধশালী করার জন্য লড়ে যাচ্ছেন প্রায় চার বছর ধরে৷ বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং লিখে যাচ্ছেন...