Back

Google Wallpaper ব্যবহার করে কিভাবে প্রতিদিন আপনার ফোনের ওয়ালপেপার অটোমেটিকালি পরিবর্তন করবেন

আমি ব্যক্তিগতভাবে পরিবর্তন পছন্দ করি। অবশ্য আমি নিজের দেশ কখনো পরিবর্তন করিনি কিন্তু বাসা অনেকবার পরিবর্তন করেছি কারণ সেটা সম্ভব। আমার বাসার প্রতিটি গেজেট পরিবর্তন করা আমার একটা খারাপ নেশাও বলতে পারেন। আমার কাছে পরিবর্নশীল পরিবেশ বেশ ভালো বোধ হয়।

আমার মোবাইল এবং ল্যাপটপ কিন্তু সেই পরিবর্তনের স্বীকার। আমি প্রতিদিনি বলতে পারেন লঞ্চার, আইকন প্যাক এবং উইজেট পরিবর্তন করতে থাকি। আজ আমি খুজে পেয়েছি যে ঠিক কিভাবে প্রতিদিন এত কষ্ট না করেই আমার ওয়ালপেপার পরিবর্তন করা যায় Google Wallpaperএর মাধ্যমে।

Googleএর এই এপ্লিকেশনে কিছু সেরা ফটোর কালেকশন রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি যেমনঃ Art, Earth, Landscapes, Cityscapes, Life, and Textures ইত্যাদি। আপনি এসব হতে যেকোন ক্যাটাগরি সিলেক্ট করে নিশ্চিত থাকতে পারেন কেননা এটি নিজেই প্রতিদিন ওয়ালপেপার পরিবর্তনের কাজটি করে দেবে।

দেখে নেওয়া যাক কিভাবে তা সম্ভবঃ

  1. Google Playstore গিয়ে নিচের এপ্লিকেশন ডাউনলোড করে নিন
  2. Google Wallpaper ওপেন করুন
  3. যেকোন ক্যাটাগরি সিলেক্ট করুন
  4. ক্যাটাগরি হতে ডেইলি ওয়ালপেপার সিলেক্ট করুন ।
  5. ওয়ালপেপার ওয়াইফাই দিয়ে ডাউনলোড করবেন নাকি মোবাইল ডাটা দিয়ে করবেন তা সিলেক্ট করুন।
  6. এখন প্রতিদিন অটোমেটিক্যালি ওয়ালপেপার পরিবর্তন হয়ে যাবে

এখন হতে প্রতিদিন সকালে আপনি নতুন নতুন ভাবে চমৎকৃত হতে থাকবন।

এই এপ্লিকেশন ব্যবহার করে আমি অন্তত সন্তুষ্ট। এছাড়া আপনি কি ভাবছেন তা আমাকে জানাবেন।

আকাশ
আকাশ
https://notunblog.com
একজন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার, যিনি ডিজাইনের মাধ্যমে প্রযুক্তিকে সহজ করে তোলেন। অবসরে তিনি লেখেন—প্রযুক্তির গল্প, সহজ ভাষায়, সবার জন্য.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *