Back

হোম বাটন নেই, কোন সমস্যা নেইঃ দেখুন কিভাবে iPhone X থেকে স্ক্রিনশট নিতে হয়

ক কথায় বলতে গেলেঃ ভলিউম আপ বাটনটি এবং লক স্ক্রিন বাটনটি একই সময়ে একসাথে চেপে ধরে রাখুন। এর পর পরেই শুনতে পাবেন শাটার সাউন্ড। বিশদভাবে জানতে বা ভিন্ন উপায়ে iPhone X থেকে স্ক্রিনশট নিতে নিচে বিস্তারিত পড়ুন।

iPhone X হতে স্ক্রিনশট নেওয়াএ বিষয়টি পূর্বের iPhone গুলো হতে একদম ভিন্ন। হোম বাটন নেই বলে প্রথমদিকে ফোনটি ব্যবহার করতে বেগ পেতে হলেও পরে এটি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। iOS ১১ তে স্ক্রিনশট শুধু তুলেই কাজ শেষ হয় না, আপনি নিজের মত করে কালারিং বা এডিট করতে পারবেন এবং তা সাথে সাথে স্যোশাল মিডিয়াতে শেয়ারও করতে পারবেন।

বাটন ব্যবহার করে স্ক্রিনশট নেওয়ার উপায়

iPhone X স্ক্রিনশট

ধাপ ১ঃ সঠিক বাটন নির্বাচন –

যেহেতু iPhone X এ কোন হোম বাটন নেই সেহেতু আপনি শুধুমাত্র ভলিউম এবং লক বাটন দেখতে পাবেন। স্ক্রিনশট নিতে হলে বামপাশের একদম উপরে ভলিউম আপ বাটন এবং ডানপাশের বড় লক বাটন গুলো লক্ষ্য করুন।

ধাপ ২ঃ স্ক্রিনশট নেওয়া-

স্ক্রিনশট নিতে হলে দুটো বাটন একসাথে টিপে ধরে রাখুন। এতে স্ক্রিন ফ্লাস করে উঠবে এবং স্ক্রিনশট ডিস্পলের বামকোনাতে দেখা যাবে। হ্যাঁ, ফোন সাইলেন্ট না থাকলে শাটার সাউন্ডও শুনতে পাবেন।

iPhone X স্ক্রিনশট

ধাপ ৩ঃ স্ক্রিনশট এডিট –

আপনি যদি স্ক্রিনশট টি বামদিকে সোয়াইপ করে সড়িয়ে না দেন তাহলে সেটি কিচ্ছুক্ষন পর চলে যাবে এবং ক্যামেরা রোলে সেভ হয়ে যাবে। আর যদু স্ক্রিনশটের উপরে ক্লিক করেন তাহলে তা আপনাকে এডিট করার অপশনে নিয়ে যাবে। সেখানে থেকে আপনি ক্রোপ বা ম্যাগনিফাই করতে পারবেন।

ধাপ ৪ঃ শেয়ার করুন-

এডিট করা হয়ে গেলে আপনি ইনবিল্ড শেয়ার বাটনে ক্লিক করলেই তা স্যোসাল মিডিয়াতে শেয়ার হয়ে যাবে।

AssistiveTouch দিয়ে iPhone X হতে স্ক্রিনশট নেওয়ার কৌশল

ধাপ ১ঃ AssistiveTouch চালু করা-

AssistiveTouch এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এটি চালু করতে Settings > General > Accessibility তে গিয়ে AssistiveTouch চালু করুন।

ধাপ ২ঃ AssistiveTouch টাচ মেনুটি আনুন বা ক্লিক করুন-

আপনি চাইলে এই বাটন হতে স্ক্রিনশট নিতে পারেন। কিন্তু এজন্য মেনুটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। এজন্য “Settings > General > Accessibility > AssistiveTouch” এরপর  “Customize Top Level Menu” তে ক্লিক করুন।

তাহতে প্লাস আইকনে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখানো হবে।  সেখান থেকে স্ক্রিনশট সিলেক্ট করে নিন। ব্যাস কাজ হয়ে গেছে ।

ধাপ ৩ঃ স্ক্রিনশট নিন-

AssistiveTouch এ ক্লিক করে স্ক্রিনশট মেনুতে ক্লিক করলে স্ক্রিন ফ্লাশ হয়ে শাটার সাউন্ড শুনিয়ে উঠে যাবে স্ক্রিনশট।

ধাপ ৪ঃ স্ক্রিনশট এডিট এবং শেয়ার–

এবারে ধাপটি ঠিক আগের ধাপগুলোর মত। এডিট করে স্যোশাল মিডিয়াতে ছড়িয়ে দিন।

মিডিয়া সোর্সঃ ডিজিটাল ট্রেন্ডস

কিউরেটর
কিউরেটর
https://notunblog.com/
বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য সংবাদ ও খবর পৌঁছে দেওয়ার মহান দায়িত্বে অধিষ্ঠিত।