Back

ROG এর তৈরি সবচেয়ে শক্তিশালী গেমিং স্মার্টফোন

স্মার্টফোনে গেম খেলতে সবাই কম-বেশি ভালবাসে। কিন্তু স্মার্টফোনে গেম খেলতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন – ব্যাটারী গরম হয়ে যাওয়া, কম ক্ষমতা সম্পন্ন প্রসেসর, র‍্যাম ও স্টোরেজ। এ কারণে আমাদের সবার মনেই প্রশ্ন জাগে যে, কম্পিউটারের মত যদি স্মার্টফোনেও অনেকক্ষণ ধরে গেম খেলা যেত। তাই স্মার্টফোন গেমারদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে আসুস।

আসুসের নতুন ফোনটি হচ্ছে অ্যান্ড্রয়েডচালিত প্রথম গেমিং স্মার্টফোন, যা রিপাবলিক অব গেমারস (আরওজি) ব্র্যান্ডের অধীনে তৈরি হবে। ফোনটি প্রতি সেকেন্ডে ৯০ ফ্রেম করে দেখাতে পারবে, যা যেকোনো সাধারণ ফোনের চেয়ে বেশি। এতে গেম আরও সাবলীলভাবে চলবে। ফোনটির ডিজাইন, হার্ডওয়্যারের পাশাপাশি অ্যাকসেসরিজও প্রফেশনাল গেমারদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে।

ROG কী?

ROG বা Republic Of Gamers হল ASUS একটি অঙপ্রতিষ্ঠান ২০০৬ সালে প্রতিষ্ঠা করা হয়। ROG এর প্রধান কাজ হল Gaming Hardware ও Components এর গবেষণা, উন্নয়ন এবং নতুন নতুন Gaming Hardware ও Components তৈরি করা যাতে গেমারদের কাছে গেমিং এর ধারণাটিই পাল্টে দিবে। ROG সম্পর্কে পরবর্তী পোস্টে আরো আলোচনা করা হবে।

ROG Phone এর বৈশিষ্ট্যসমূহ

ProcessorExclusive 2.96GHz octa-core Qualcomm Snapdragon 845 Mobile Platform
GPUQualcomm Adreno 630
Display6.0“ 18:9 (2160×1080) AMOLED
90Hz refresh rate with 1ms pixel response time
108.6% DCI-P3 color gamut and 10000:1 contrast ratio
10-point multi-touch (supports Glove Touch)
Discrete image processing chip supports HDR
MemoryLPDDR4X 8GB RAM
StorageUFS 2.1, 128GB / 512GB
SensorsAccelerometer, e-compass, proximity sensor, Hall sensor, ambient-light sensor, fingerprint sensor, gyroscope, 2 x ultrasonic AirTriggers
Wireless802.11a/b/g/n/ac/ad 2×2 MIMO
Wi-Fi Direct and WiGig 802.11ad wireless display support
Bluetooth 5.0 and NFC
GPSSupports GPS, aGPS, Glonass, BeiDou
Side I/OCustom USB-C supports USB 3.1 Gen 1, DP 1.4, fast charging (15W)
ASUS HyperCharge direct charging
Bottom I/OUSB-C supports USB 2.0, fast charging (20W), Direct Charge
3.5mm headphone jack
CamerasMain: 12MP + 8MP (120° wide-angle)
Front: 8MP
AudioDual front-facing stereo speakers with smart amplifier
24-bit/192KHz Hi-Res Audio
DTS Headphone:X 7.1 virtual surround-sound
Qualcomm aptX High-definition Bluetooth® wireless audio
Battery4,000mAh
Dimensions158.8 x 76.2 x 8.6mm
Weight200g

ROG Phone এ ডিসপ্লে দেওয়া হয়েছে অ্যামোলেড প্রযুক্তির, ৬ ইঞ্চি নচযুক্ত ৯০ হার্টজ রিফ্রেশ রেট প্যানেল, যা ১০৮ শতাংশ ডিসিআই-পি ৩ কালার সমর্থন করে। প্রসেসর দেওয়া হয়েছে ওভারক্লক করা স্ন্যাপড্রাগন ৮৪৫, যার গতি প্রায় ৩ গিগাহার্টজ। সঙ্গে থাকছে ১২৮ বা ৫১২ গিগাবাইট স্টোরেজ আর ৮ গিগাবাইট র‍্যাম।

Rog

গেম খেলার সুবিধার জন্য ফোনে আছে ডুয়েল স্পিকার, হেডফোন জ্যাক, ৪০০০ এমএএইচ ব্যাটারি। ফোনের পাশে দেওয়া হয়েছে আরও একটি টাইপ সি পোর্ট। যার মাধ্যমে বেশ কিছু অ্যাকসেসরিজ ব্যবহার করা যাবে। তাছাড়া ফোনটি কম্পিউটারের মত একটানা অনেকক্ষণ ব্যবহার করা যাবে। ফোনটি টানা ব্যবহারে ঠান্ডা রাখতে লাগানো যাবে কুলিং ফ্যান, সেটি ফোনের সঙ্গেই দেওয়া হবে।

আর ডেস্কটপ হিসেবে ব্যবহারের জন্য ফোনটির সাথে মনিটর, কি-বোর্ড ও মাউসের যুক্ত করে ব্যবহার করার জন্য থাকছে ডক ব্যবহারের সুবিধা। ফোনের মধ্যে দেওয়া হয়েছে তিনটি আলাদা প্রেশার বাটন, যা গেমের মধ্যে প্রোগ্রাম করে ব্যবহার করা যাবে। এছাড়া চাইলে ফোনটি স্মার্ট টিভির সাথে যুক্ত করা যাবে। তাছাড়া ফোনটির সাথে থাকছে Game Controller ব্যবহারের সুবিধা।

আরওজি ফোনটির দাম কত হবে, তা জানায়নি আসুস কর্তৃপক্ষ। তবে এ বছরের শেষের দিকে ফোনটি বাজারে আনার পরিকল্পনা করছে আসুস।

Shuva
Shuva