Back

WordPress টিউটোরিয়ালঃ কিভাবে লেখকের মন্তব্যকে হাইলাইট করবেন

কিছু ওয়েবসাইটের মন্তব্য পড়তে গেলে লেখকের মন্তব্য খুঁজে পেতে বিরম্বনাতে পড়তে হয় । দেখে বুঝার উপায় থাকে না কোনটি লেখকের মন্তব্য কোনটি সাবস্ক্রাইবারের মন্তব্য। ঠিক এই কারনেই কিছু কিছু ওয়েবসাইটে লেখকের মন্তব্যগুলোকে হাইলাইট করা হয়ে থাকে। আপনি যদি জানতে চান কিভাবে তা হাইলাইট করা হয় তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই আর্টিকেলে আমি দেখাবো কি করে তা করতে হয়।

ভিডিও টিউটোরিয়ালঃ

https://youtu.be/47kyeBH45Vg
ভিডিও টিউটোরিয়ালে বিস্তারিত বলা আছে, আপনার যদি ভিডিও ভালো না লাগে তাহলে নিচের পন্থা অনুসরণ করুন।

ডিফল্ট WordPress এ অনেক গুলো রেডি করা CSS থাকে যা ডিজাইনার দের স্টাইল পরিবর্তন সহজ করে দিয়েছে। অনেকগুলো CSS স্টাইল ফাইলের মধ্যে কিছু রয়েছে শুধুমাত্র কমেন্ট ভিত্তিক। যাকে বলা হয় . bypostauthor যা আপনি খুঁজে পাবেন . commentlist এলিমেন্টে। আপনার কাজ হলো শুধুমাত্র আপনার CSS স্টাইলটি সেখানে যুক্ত করা। Note: this code will be found in your style.css file located in your theme’s folder.

এই ফাইলকে এত জটিল করার দরকার নেই।

আপনি চাইলে Chris এর মত করে হাইলাইট করতে পারেন

এজন্য আপনাকে নিচের মত কোড বসাতে হবে।

অবশ্যই আপনাদের ওয়েবসাইটের সাথে মিলিয়ে রঙ ব্যবহার করবেন।

আরো কিছু উদাহরণ চান?

Matt এর ডিজাইন কেমন লাগে? Matt এর মত করতে নিচের মত কোড ব্যবহার করুন।

আবারো বলছি রংটি আপনার মত মিলিয়ে নিন।

আশা করি এই পোষ্ট আপনার উত্তর দিয়ে দিয়েছে যে কিভাবে মন্তব্য হাইলাইট করবেন। আপনি চাইলে আমার স্টাইলিং স্কিল ব্যবহার করে আরো সুন্দর বানাতে পারবেন । যাইহোক প্রশ্নরা আমন্ত্রিত।

আকাশ
আকাশ
https://notunblog.com
যিনি স্বপ্ন লিখেন বাংলা ভাষায়। ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার সমৃদ্ধশালী করার জন্য লড়ে যাচ্ছেন প্রায় চার বছর ধরে৷ বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং লিখে যাচ্ছেন...