Post Revisions সিস্টেমটি WordPress এর একটি সেরা ফিচার। কিন্তু অনেকের জন্য সেরা ফিচার হলেও আমার মত কিছু মানুষের জন্য সেটি একটি তিক্ত অভিজ্ঞতা। যাদের ডাটাবেজের সাইজ কম এবং যারা লেখার সময় চিন্তামগ্ন থাকে তারা চাইলে খুব সহজেই WordPress Post Revisions সিস্টেমটি নিচের টিউটোরিয়ালটি অনুসরন করে বন্ধ করে দিতে পারেন নিমিষেই। এছাড়া ডাটাবেজের সাইজ যত কম হবে আপনার ওয়েবসাইট খুব দ্রুত লোড হবে।
ব্লগ এবং WordPress নিয়ে বিস্তারিত পাবেন ব্লগ নিয়ে লেখা পোষ্টে
কিভাবে WordPress Post Revisions বন্ধ করবেন
WordPress root ডিরেক্টরি তে গেলে আপনি একটি ফাইল পাবেন নাম হচ্ছে wp-config.php সেই ফাইলে নিচের কোডটি যুক্ত করুন
শেষমেষ
আমি কিন্তু একবারের জন্যও বলি নি WordPress Post Revisions ফিচারটি খারাপ। এই টিউটোরিয়ালটি তাদের জন্য যাদের ফিচারটিতে এলার্জি রয়েছে এবং তারা তাদের ডাটাবেজের সাইজ কমাতে চায়।
🙂