আপনি হয়ত খেয়াল করে থাকবেন যে, বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটে তাদের ভিজিটিরদের জন্য কখনো কখনো নোটিশ দেখায়। ভিজিটর ক্লোজ বাটনে ক্লিক করলে সেই নোটিশটি বন্ধ হয়ে যায়। এই নোটিশের মাধ্যমে আপনি আপনার সাইটের ভিজিটরদের বিভিন্ন ঘোষণা জানাতে পারেন অথবা নতুন কোন ফিচার যুক্ত করলে সেসব বিষয়ে অবহিত করতে পারেন। এ কারনে ভিজিটরদের সাথে আপনার একটু সুসম্পর্ক গড়ে উঠবে। এবং ভিজিটর আপনার সাইটে নিয়মিত হবে। এই আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সাইটে নোটিশ দেখাবেন।
প্রথমেই আপনাকে একটি প্লাগিন যার নাম Simple Notices ইন্সটল করে একটিভ করে নিতে হবে। প্লাগিন ইন্সটল বিষয়ক সাহায্য পাবেন এখান থেকে।
ইন্সটল করা হয়ে গেলে আপনার ড্যাসবোর্ডে একটি নতুন মেনু অপশন Notices যুক্ত হয়ে যাবে।
নোটিশ যুক্ত করতে হলে আপনাকে যেতে হবে Notices » Add New. পোষ্ট যেভাবে আপনি লিখেন ঠিক সেইভাবে নোটিস লিখতে হবে।
আপনি নোটিশের শিরোনাম দিতে পারেন সাথে আবার পোষ্ট এডিটরে সেই সংক্রান্ত নোটিশ লিখতে পারেন। এই প্লাগিন ৫ টি রঙ বাছাইয়ের সুযোগ দেয় (নীল, লাল, কমলা, সবুজ, খয়েরি) । আপনি এটাও ঠিক করতে পারবেন যে, আপনি পোষ্টটি কাদের দেখাবেন যারা লগিন করা আছে তাদের নাকি ভিজিটরদের।
আপনি যদি সঠিকভাবে নোটিস লিখে ফেলেন তাহলে এখন তা পাবলিশ করতে পারেন।
পাবলিশ হওয়ার সাথে সাথেই এটি আপনার ওয়েবসাইটে ভেসে উঠবে এবং তা ভাসতেই থাকবে। ব্যবহারকারী চাইলে ক্লোজ বাটনে ক্লিক করে নোটিস বাতিল করতে পারবে।
খুব সহজ নয় বৈকি? আশা করি এই আর্টিকেল আপনার নোটিশ সংক্রান্ত প্রশ্নের অবসান ঘটাবে।
আপনার কি কাজের জন্য প্লাগিন দরকার তা আমদের জানান। আমাদের টিম আপনাকে সার্পোট দিবে। 🙂