বেশিরভাগ সময়েই যারা নতুন ব্লগিং শুরু করে তাদের প্রশ্ন হয় WordPress প্লাগিন কি? এটা কিভাবে কাজ করে? প্লাগিন হলো WordPress ইকোসিস্টেমের একটি অংশ। ভালো ফিচার সমৃদ্ধ ওয়েবসাইট তৈরিতে প্লাগিন একটি অবিচ্ছেদ্য উপাদান। নতুন ব্লগারদের জন্য আজ এই বিষয়ে আলোচনা করা হবে।
প্লাগিন কি?
WordPress প্লাগিন হলো এক ধরনের এপ্লিকেশন যার মাধ্যমে ওয়েবসাইটে নতুন নতুন ফাংশন এবং ফিচার যুক্ত করা যায়। ঠিক যেমনটা আপনার মোবাইলের এপ্লিকেশনগুলো কাজ করে।
WordPress plugins ডাইরেক্টরি তে প্রায় ৪৮০০০ এর মত ফ্রি প্লাগিন রয়েছে। Github এ রয়েছে আরো প্রচুর।
এছাড়া আছে হাজারের মত Premium প্লাগিন যা বিভিন্ন ডেভেলপার এবং কোম্পানি বিক্রি করে থাকে।
২০০৩ এ WordPress আপনার ব্লগ শুরুর যাত্রা করে। বছরের পর বছর এতে বিভিন্ন ফিচার যুক্ত করা হয় এবং আজ WordPress ব্লগিং ক্ষেত্রে খুবই সমৃদ্ধশালী।
প্লাগিনের মাধ্যমে কি করা যায়?
WordPress প্লাগিন ছোট একধরনের software যা এর সাথে সংযোগ স্থাপন করে এবং যা যেকোন ধরনের ওয়েবসাইট তৈরিতে সাহায্য করে।
উদাহরণস্বরূপঃ
- Woocommerce প্লাগিনের মাধ্যমে একটি অনলাইন দোকান চালু করা
- Envira Gallery plugin এর মাধ্যমে ফটোগ্রাফি ওয়েবসাইট চালু করা
- Knowledge based plugin এর মাধ্যমে Wiki সাইট চালু করা
- Retainmenot এর মত কুপন ওয়েবসাইট চালু করা।
- আরো প্রচুর কিছু….
বেশিরভাগ মানুষকেই বলতে শুনবেন “….. এর জন্য একটি প্লাগিন রয়েছে।”
আপনার ওয়েবসাইট কেমন বানাতে চান তাতে কি করতে চান সবকিছুর জন্যই প্লাগিন উপস্থিত। কোন ফিচার ডিফল্ট wordpress এ নেই তো কি হয়েছে তার জন্য প্লাগিন রয়েছে।
আপনার সাইটের SEO করার জন্য, পারফরমেন্স ঠিক করার জন্য, যোগাযোগ ফরমের জন্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বা গ্যালারী তৈরির জন্য ইত্যাদির জন্য WordPress প্লাগিন রয়েছে।
প্লাগিন কিভাবে কাজ করে?
WordPress কে এমন ভাবে বানানো হয়ছে যাতে করে অন্য যেকেউ চাইলেই তার নিজের কোড এতে যুক্ত করতে পারবে। WordPress plugin API এর মাধ্যমে WordPress এর Functionality মডিফাই করা সম্ভব।
WordPress ডেভেলপারদের WordPress ডাটাবেজ ব্যবহারের সুযোগ দেয়। আপনার ইন্সটল করা প্রতিটি প্লাগিন WordPress ডাটাবেজে অর্ন্তভুক্ত করা আছে। আপনি চাইলে যেকোন সময় প্লাগিন গুলো একটিভ এবং ডিএকটিভ করতে পারেন।
কিভাবে WordPress প্লাগিন ইন্সটল করবেন?
এই বিষয়ে আমি অন্যান্য আরটিকেলে লিখেছি। ভিডিও টিতে বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে।
এই ছিলো আজকের মত। সবার আগে সব আর্টিকেল পড়তে নিউজলেটার Subscibe করে রাখুন এবং চোখ রাখুন YouTube Channel এবং ওয়েবসাইটে। 🙂
4 comments
কোনটা ভাল বল্গ না কি ওয়ার্ডপ্রেস। আপনার মতামত আশা করছি। আমি বল্গার স্পট দিয়ে ওয়েবসাইট চালাচ্ছি। অনেকেই বলে ওয়ার্ডপ্রেস, তাই ওয়ার্ডপ্রেস নিয়ে কিছুটা পড়াশোনার চেষ্টা করছি।
ওয়ার্ডপ্রেস সম্ভবত ব্লগিংয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। অন্ততপক্ষে, এটি প্রথম দিক ব্লগিং -র জন্য শুরু হয়েছিলো। তবে এটি এখন ব্লগিংয়ের বাইরেও অন্যান্য ওয়েবসাইটে প্রচুরভাবে ব্যবহার হচ্ছে। এটি কারণ এটির কোর, ওয়ার্ডপ্রেস একটি শক্তিশালী সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)। সিএমএস এমন একটি প্ল্যাটফর্ম যা খুব সহজেই ওয়েবসাইট দ্রুত বানিয়ে ফরম্যাট সাজিয়ে তা পাবলিশ করার সুযোগ দেয়। কোনও কোডিং বা প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন এখানে পড়েনা।
ওয়ার্ডপ্রেস নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করতে এই লেখাটি পড়ে দেখুনঃ ওয়ার্ডপ্রেস গাইড
আমার নিজের জন্য কিরকম প্লাগিন লাগবে?
আপনি কি করতে চান সেটির উপর নির্ভর করছে।