Back

কিভাবে WordPress এ ডিফল্ট ফিচার ইমেইজ যুক্ত করবেন

[mks_dropcap style=”square” size=”52″ bg_color=”#dd3333″ txt_color=”#ffffff”]আ[/mks_dropcap]পনি কি WordPress ডিফল্ট ফিচার ইমেইজ যুক্ত করতে চাচ্ছেন? ফিচার ইমেইজকে অনেকসময় পোষ্ট থাম্বনাইল বলেও ডাকা হয়। ফিচার ইমেইজ যুক্তকরণের মাধ্যমে পাঠক সমাজকে খুব সহজেই আকৃষ্ট করা যায়। এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে WordPress এ ডিফল্ট ফিচার ইমেজ যুক্ত করবেন।

কেন ডিফল্ট ফিচার ইমেইজ প্রয়োজন?

ফিচার ইমেইজ হলো এমন একটি ছবি যা আপনার ব্লগ পোষ্টের সাথে যুক্ত থাকে। আপনার থিমের উপর নির্ভর করে আপনার ফিচার ইমেইজটি ঠিক কোথায় দেখাবে।

কিছু WordPress থিম পোষ্টের থাম্বনাইল এবং সারমর্ম দেখায় যেমন আমাদের ওয়েবসাইটে দেখায়। একদিন আপনি পোস্ট লিখতে গিয়ে ফিচার/থাম্বনাইল ইমেজ যুক্ত করতে ভুলে গেলেন তখন আপনার হোমপেইজে সেই ফিচার ইমেইজ যুক্ত করবে না এতে আপনার হোমপেইজটি ব্রোকেন বা বাজে দেখাবে ঠিক সেই কারনেই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডিফল্ট না ফলব্যাক ফিচার ইমেইজ যুক্ত করবেন।

প্লাগিনের মাধ্যমে আপনি ডিফল্ট ফিচার ইমেইজ যুক্ত করত্র পারেন আবার ম্যানুয়ালি আপনি ইমেইক যুক্ত করতে পারেন। ঠিক দুই ধরনের নিয়ম আমি আপনাদের দেখাবো।

প্লাগিনের মাধ্যমে ডিফল্ট ফিচার ইমেইজ যুক্তকরন

বেশিরভাগ ব্যবহারকারীর কাছে প্লাগিনের মাধ্যমে কাজট সহজ হয়।

আপনি চাইলে ডিফল্ট ফিচার ইমেইজ প্লাগিন ব্যবহার করে তা করতে পারেন।

আপনি যদি প্লাগিন ইন্সটল না জানেন তাহলে দেখে নিন কিভাবে প্লাগিন ইন্সটল করতে হয়।

প্লাগিন ইন্সটল এবং একটিভ করা হয়ে গেলে Settings » Media যান। 

এখানে আপনাকে ডিফল্ট ফিচার ইমেইজ যুক্ত করতে বলা হবে। আপনি আপনার পছন্দমত ছবি এখানে আপলোড করে ব্যবহার করতে পারেন।

ও হ্যাঁ, সেভ চেইঞ্জ বাটনে ক্লিক করতে ভুলবেন না।

এবার আপনার ওয়েবসাইট চেক করলে দেখবেন সকল পোষ্টে ডিফল্ট ইমেইজ চালু হয়ে গেছে।

ম্যানুয়ালি ডিফল্ট ফিচার ইমেইজ যুক্তকরণ

এ পদ্ধতিতে আপনাকে আপনার থিমে কিছু কোড যুক্ত করতে হবে।

প্রথমেই আপনাকে FTP ব্যবহার করে আপনার থিমের ইমেইজ ফোল্ডারে ফিচার ইমেইজটি আপলোড করে নিতে হবে।

ইমেইজ ফোল্ডারটি আপনি /wp-content/themes/yur-theme/ এই লোকেশনে খুঁজে পাবেন। 

পরের ধাপটি খুবই গুরুত্বপূর্ণ মনযোগ সহকারে লক্ষ্য করুন। 




আপনাকে the_post_thumbnail() ফাংশনটি খুঁজে বের করতে হবে। সাধরনতত এই ফাংশন 




আপনি archive.php, single.php বা অন্য জায়গায় খুঁজে পাবেন। 




এরপর আপনাকে নিচের কোডটি সেখানে পেস্ট করতে হবে

default-image.jpg কে আপনার ইমেইজ ফাইলের নামের সাথে পরিবর্তন করতে ভুলবেন না।

আশা করি এই আর্টিকেল আপনাদের ডিফল্ট ফিচার ইমেইজ কিভাবে যুক্ত করবেন তার সম্পূর্ণ ধাপ দেখিয়েছে।

আকাশ
আকাশ
https://notunblog.com
যিনি স্বপ্ন লিখেন বাংলা ভাষায়। ইন্টারনেটে বাংলার তথ্যভান্ডার সমৃদ্ধশালী করার জন্য লড়ে যাচ্ছেন প্রায় চার বছর ধরে৷ বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং লিখে যাচ্ছেন...