Back

২০২১ সালে ব্লগিং শুরু করার জন্য ১০ টি অপরিহার্য WordPress প্লাগিন

আপনি যদি নতুন নতুন ব্লগিং শুরু করেন তাহলে আপনার মনে অবশ্যই যে প্রশ্নটি তৈরি হবে তা হলো WordPressপ্লাগিন কি? আপনার এই প্রশ্নের উত্তর পাবেন এখানে

WordPressএ প্রায় ৩৭৪০০ মত ফ্রি প্লাগিন রয়েছে যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এছাড়া CodeCanyon এ রয়েছে আরো প্রচুর প্রিমিয়াম প্লাগিন।

WordPress এ ব্লগিং করার সময় আপনি অনেকরকমের সম্মুখীন হতে পারেন কিন্তু প্রতিটি সমস্যায় আপনাকে ব্যাকাপ দিবে WordPress প্লাগিন। যাইহোক আজকে সেই সমস্যা নিয়ে কথা বলবো না, আজ বলবো যে প্লাগিনগুলো আবশ্যকীয় এবং যেগুলো না থাকলেই নয়।

প্লাগিন ছাড়া সমস্যার সমাধান সম্ভব?

নাহ, WordPress প্লাগিন হলো একেকটি স্তম্ভ। এই স্তম্ভগুলোর মধ্যেই WordPressদাঁড়িয়ে থাকে অতএব প্লাগিন ছাড়া সমস্যার সমাধান এবং ত্রুটিহীন WordPress অসম্পূর্ণ। এছাড়া প্লাগিন WordPress কে করে তুলে আকর্ষণীয়।

শুরু করা যাক

আপনি যদি আপনার মনকে ঠিক করে ফেলেন যে আপনি ব্লগিং শুরু করে ফেলবেন তাহলে আপনি ব্লগিং শুরু করার গাইডটি দেখে নিন

ব্লগের অপরিহার্য WordPress প্লাগিনসমূহ

আবারো বলে নেওয়া ভালো যে, অতিরিক্ত প্লাগিন ব্যবহারের ফলে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যেতে পারে । তাই একমাত্র অপরিহার্য প্লাগিন ছাড়া অনান্য প্লাগিন ডিলেট করে দিন।

WordPress SEO by Yoast

এই প্লাগিনটি খুবই জনপ্রিয় এবং অধিকাংশ মানুষ এটি ব্যবহার করে। SEO সম্পর্কিত সকল বিশেষ টুলগুলো একসাথে পাবেন আপনি এই প্লাগিনে। আমি নিজে SEOএর জন্য এই প্লাগিন ব্যবহার করি। আপনার পোষ্ট SEO এর জন্য কেমন প্রভাব ফেলবে তা আপনি এই প্লাগিন ব্যবহার করে জানতে পারবেন।

Yost-seo



[nb_button url=”https://wordpress.org/plugins/wordpress-seo/” target=”blank” style=”soft” size=”8″ center=”yes” radius=”0″ icon=”icon: external-link”]ডাউনলোড[/nb_button]

W3 Total Cache

W3 totla Cacheহলো কেইচিং প্লাগিনদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আমি আমার সকল ওয়েবসাইটে এই প্লাগিম ব্যবহার করি। হ্যা এবং এটি একটি ফলপ্রসূ প্লাগিন। সঠিকভাবে কনফিগার করা হলে এটি আপনার সাইটে কি অপ্টিমাইজ করবে এবং আপনি তা বুঝতে পারবেন।

[nb_button url=”https://wordpress.org/plugins/w3-total-cache/” target=”blank” style=”soft” size=”8″ center=”yes” radius=”0″ icon=”icon: external-link”]ডাউনলোড[/nb_button]

Jetpack

Jetpack হলো অনেকগুলো বিশেষ ফাংশনের সমন্বিত প্লাগিন। Jetpack এ আপনি অনেকগুলো ফাংশন পাবেন আপনি বিস্তারইত ডাউনলোড বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন।

[mks_button size=”small” title=”ডাউনলোড” style=”squared” url=”https://wordpress.org/plugins/jetpack/” target=”_blank” bg_color=”#F44336″ txt_color=”#FFFFFF” icon=””]

Monarch

স্যোসাল শেয়ার মাধ্যমের জন্য সবচেয়ে ভালো এবং নান্দনিক প্লাগিন। এটি সবচেয়ে আধুনিক শেয়ার মাধ্যম। পাশাপাশি কতবার আপনার আর্টিকেল টি শেয়ার করা হয়েছে তা গণনা করবে।

[mks_button size=”small” title=”ডাউনলোড” style=”squared” url=”https://www.elegantthemes.com/plugins/monarch/” target=”_blank” bg_color=”#F44336″ txt_color=”#FFFFFF” icon=””]

Google XML Sitemaps

সাইটম্যাপ এঞ্জিন ক্রলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

[mks_button size=”small” title=”ডাউনলোড” style=”squared” url=”https://wordpress.org/plugins/google-sitemap-generator/” target=”_blank” bg_color=”#F44336″ txt_color=”#FFFFFF” icon=””]

iThemes Security

একটি ওয়েব সাইটের সিকিউরিটি থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। সিকিউরিটির ব্যাপারে উদাসীন হওয়া মানেই বিপদ। এই প্লাগিনটি ৩০ টি উপায়ে আপনার ওয়েবসাইট কে রাখে নিরাপদ।

[mks_button size=”small” title=”ডাউনলোড” style=”squared” url=”https://wordpress.org/plugins/better-wp-security/” target=”_blank” bg_color=”#F44336″ txt_color=”#FFFFFF” icon=””]

WP-Optimize

একটি গুরুত্বপূর্ণ প্লাগিন। ডাটাবেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং অপ্টিমাইজ করার জন্য এই প্লাগিনটি খুবই কার্যকরী। অপ্রয়োজনীয় টেবিলগুলো ধুয়ে মুছে রাখার কাজ করে এই প্লাগিনটি। এই প্লাগিন এর ব্যবহার খুব সহজ।

[mks_button size=”small” title=”ডাউনলোড” style=”squared” url=”https://wordpress.org/plugins/wp-optimize/” target=”_blank” bg_color=”#F44336″ txt_color=”#FFFFFF” icon=””]

Contact Form 7

যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। যোগাযোগ বিষয়টি WordPress এর জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই প্লাগুনের ব্যবহার খুবই সহজ এবং এতে অনেকরকম ফিচার র‍য়েছে।

Contact From


[mks_button size=”small” title=”ডাউনলোড” style=”squared” url=”https://wordpress.org/plugins/contact-form-7/” target=”_blank” bg_color=”#F44336″ txt_color=”#FFFFFF” icon=””]

WP Smush.it

ইমেইজ ফাইল গুলোকে অপটুমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা সাইটের লোড তাড়াতাড়ি হওয়া বাঞ্ছনীয় সেহেতু ইমেইজ অপ্টিমাইজের জন্য এই প্লাগিন খুবই উপকারী


[mks_button size=”small” title=”ডাউনলোড” style=”squared” url=”https://wordpress.org/plugins/wp-smushit/” target=”_blank” bg_color=”#F44336″ txt_color=”#FFFFFF” icon=””]

Broken Link Checker

ব্রোকেন লিংক SEO এর ক্ষেত্রে খুবই খারাপ প্রভাব ফেলে। কোন লিংক ব্রোকেন কিনা তা চেক করার জন্য একমাত্র সেরা প্লাগিন। শুধু চেক করাই নআ সেগুলো সারানোর জন্যও এই প্লাগিন কার্যকারী।

[mks_button size=”small” title=”ডাউনলোড” style=”squared” url=”https://wordpress.org/plugins/broken-link-checker/” target=”_blank” bg_color=”#F44336″ txt_color=”#FFFFFF” icon=””]

অবশেষে

এগুলো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ প্লাগিন রয়েছে যা এখানে উল্লেখ্য করা হয়নি। উপরের প্লাগিন গুলো হলো আবশ্যকীয়।  এগুলো অবশ্যই থাকা জরুরী। এবং আপনার ওয়েবসাইট চালনার জন্য খুবই কার্যকারী।  যদি কোন আবশ্যকীয় প্লাগিন বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন।

আকাশ
আকাশ
https://notunblog.com
একজন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার, যিনি ডিজাইনের মাধ্যমে প্রযুক্তিকে সহজ করে তোলেন। অবসরে তিনি লেখেন—প্রযুক্তির গল্প, সহজ ভাষায়, সবার জন্য.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *