Back

কিভাবে WordPress ব্লগ পোষ্টে সহজে ভিডিও এম্বেড করবেন

আপনি কি সহজে WordPress ব্লগ পোষ্টে ভিডিও এম্বেড করতে চাচ্ছেন? ভিডিও আপনার ওয়েবসাইটে প্রাণ নিয়ে আসে এবং এর সাথে সাথে পাঠকদের সাথে আপনার একটা সম্পর্ক গড়ে উঠতে সাহায্য করে। এই আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কি করে সহজে ভিডিও এম্বেড করা যায়।

WordPress ভিডিও এম্বেড

কিভাবে WordPress ব্লগে ভিডিও এম্বেড করবেন

WordPress এ অটো এম্বেড নামক একটি ফিচার রয়েছে। এই ফিচারের কারনে WordPress নিজেই যেকোন সোর্সের ভিডিও অটোমেটিক এম্বেড করে। যেমনঃ ইউটিউব, ভিমিও ইত্যাদি।

আপনাকে শুধুমাত্র সেই ভিডিওর লিংকটি আপনার পোষ্টেদিয়ে দিতে হবে। লিংকটিতে যেন ক্লিক করা না যায়।

আপনি যদি ভিজিয়্যুয়াল এডিটরব্যবহার করেন তাহলে লিংকটি পেষ্ট করার সাথে সাথেই তা এম্বেড হয়ে যাবে।

পোষ্ট টি সেইভ করে পাবলিশ করলে দেখতে পাবেন পোষ্টে এম্বেড করা ভিডিও এসে গেছে।

খুব সহজ নয় কি?

WordPress শুধুমাত্র কিছু ওয়েবসাইটে আপলোডকৃত ভিডিওগুলো এম্বেড করে। অন্যান্য ওয়েবসাইটের ভিডিও ব্যবহার করলে অবশ্যই এম্বেড কোড ব্যবহার করতে হবে।

WordPress যেসব সাইট সাপোর্ট করে

  • Animoto
  • Blip
  • Cloudup
  • CollegeHumor
  • DailyMotion
  • Facebook
  • Flickr
  • FunnyOrDie.com
  • Hulu
  • Imgur
  • Instagram
  • Issuu
  • Kickstarter
  • Meetup.com
  • Mixcloud
  • Photobucket
  • PollDaddy
  • Reddit
  • ReverbNation
  • Scribd
  • SlideShare
  • SmugMug
  • SoundCloud
  • Speaker Deck
  • Spotify
  • TED
  • Tumblr
  • Twitter
  • VideoPress
  • Vimeo
  • Vine
  • WordPress plugin directory
  • WordPress.tv
  • YouTube

WordPress এ কেন ভিডিও আপলোড করবেন না

হ্যাঁ, আপনি চাইলে WordPress এ ভিডিও আপলোড করতে পারেন । কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করবো তা না করতে । বেশিরভাগ ছোটখাট ব্লগগুলো Shared-Hostingএ হোস্ট করা, ভিডিও আপলোড করলে তা সার্ভারে বিরূপ প্রভাব ফেলবে।

আপিনার ভিডিওতে যদি প্রচুর ভিজিটর আসে তআহলে আপনার সাইট ক্রাশ করতে পারে, ২য়ত, আপনি Youtubeভিজিটির হারাবেন। তাই আমি বলবো ভিডিও আপলোড করার জন্য ৩য় পার্টির ওয়েবসাইট ব্যবহার করতে যেমনঃ ইউটিউব, ভিমিউ ইত্যাদি।

আজ এটুকুই, আশা করি এই আর্টিকেল আপনাদের ভালো লেগেছে। 🙂

আকাশ
আকাশ
https://notunblog.com
একজন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার, যিনি ডিজাইনের মাধ্যমে প্রযুক্তিকে সহজ করে তোলেন। অবসরে তিনি লেখেন—প্রযুক্তির গল্প, সহজ ভাষায়, সবার জন্য.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *