Back

কিভাবে WordPress কমেন্ট ফর্মে কুইকট্যাগ যুক্ত করবেন

কমেন্ট করার জন্য WordPress ডিফল্টভাবে কিছু HTML ট্যাগ ব্যবহার করার অনুমতি দেয়। যদিও, বেশিরভাগ নতুন ব্লগাররা HTML ট্যাগের ব্যবহার জানে না লেখা তো দূরে থাকুক। আপনি যদি মন্তব্য বা কমেন্ট করার জন্য ফর্মে কিছু কুইকট্যাগ ব্যবহার করতে চান তাহলে এই পোষ্টি আপনার জন্য। এই পোষ্টে আমি আপনাদের দেখাবো কিভাবে কমেন্ট ফর্মে কুইকট্যাগ ব্যবহার করবেন এবং কিভাবে সেটির সৌন্দর্য বাড়াবেন।

কুইকট্যাগ কি?

আপনি কি কুইকট্যাগের কথা শুনে বেশ অবাক হয়েছেন? 😀 এটি হলো এমন কিছু বাটন যা কমেন্টকে স্টাইলিশ করে তোলে। যেমনটা হচ্ছে কমেন্টের লেখাকে বোল্ড করার জন্য সহজ একটি বাটন। টুলবারে এরিকম আরো অনেক বাটন দেখাবে যার মাধ্যমে কমেন্টকারী সহজেই তার কমেন্টকে স্টাইলিশ করে তুলতে পারবে। জেনে গেলেন কুইকট্যাগ কি, তাহলে এবার শুরু করা যাক কীভাবে তা যুক্ত করবেন।

কিভাবে কমেন্টে কুইকট্যাগ যুক্ত করবেন?

সবার প্রথমেই আপনাকে একটি প্লাগিন যার নাম Basic Comment Quicktags ইন্সটল করে নিয়ে একটিভ করতে হবে।

প্লাগিন কিভাবে ইন্সটল করে তা দেখুন প্লাগিন নিয়ে খুঁটিনাটি পোষ্টে

একটিভ করা হয়ে গেলে আপনাকে যেতে হবে Settings » Discussionএবং সেখানে Quicktagsবাক্সে টিকচিহ্ন দিতে হবে।

কুইকট্যাগ

Save Changes বাটনে ক্লিক করে সেইভ করুন। এখন আপনি আপনার সিংগেল পোষ্টে গিয়ে কমেন্ট ফর্ম চেক করলে নিচের মত দেখতে পাবেন

কমেন্ট কুইকট্যাগ

আশাকরি এই আর্টিকেল আপনাদের কমেন্ট ফর্মে বেসিক এইচটিএমএল Quicktags যুক্ত করতে সাহায্য করবে।

আমাদের এই পোষ্ট ভালো লাগলে অবশ্যই ফেইসবুক এবং টুইটারে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ

আকাশ
আকাশ
https://notunblog.com
একজন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার, যিনি ডিজাইনের মাধ্যমে প্রযুক্তিকে সহজ করে তোলেন। অবসরে তিনি লেখেন—প্রযুক্তির গল্প, সহজ ভাষায়, সবার জন্য.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *