গল্পের মূলে ব্যোমকেশ। কিন্তু ‘হিরো’ সত্যকাম। তার জীবনে তিনজন নারী চরিত্র…। কেমন হল ‘ব্যোমকেশ গোত্র’?
ব্যোমকেশ গোত্র
‘রক্তের দাগ’, যেই গল্পের ভিত্তিতে এই ছবি বানানো, সেটা তোমরা সকলেই মনে হয় জানো। তাও একটু বলে নেওয়া যাক। ধনী ব্যবসায়ীর একমাত্র ছেলে সত্যকাম ব্যোমকেশের কাছে আসে এক অদ্ভুত প্রস্তাব নিয়ে। তার মৃত্যুর পর যেন ব্যোমকেশ সেই মৃত্যুর তদন্ত করে, এই ছিল তার দাবি। সেই মৃত্যুর সূত্রেই ব্যোমকেশ পৌঁছে যায় মুসৌরি। গল্প যত এগোয়, প্রকাশ পেতে থাকে সংসারে চাপা পড়ে থাকা নানা অপ্রিয় সত্য…
আবারও একটা অরিন্দম শীল-সুলভ ব্যোমকেশ। বরং এই ছবির গল্প কতটা শরদিন্দুর আর কতটা অরিন্দমের তাই নিয়ে মনে কিছুটা প্রশ্ন জাগতে পারে। কিন্তু গল্পের মূল কাঠামো তো এক। আর, ব্যোমকেশ তো ব্যোমকেশ-ই…। ফলে, এই ছবিটা ভাল লাগতে বাধ্য।
উৎসঃ উনিশকুড়ি