Back

WordPress প্লাগিন কি? প্লাগিন কিভাবে কাজ করে?

বেশিরভাগ সময়েই যারা নতুন ব্লগিং শুরু করে তাদের প্রশ্ন হয় WordPress প্লাগিনকি? এটা কিভাবে কাজ করে? প্লাগিনহলো WordPressইকোসিস্টেমের একটি অংশ। ভালো ফিচার সমৃদ্ধ ওয়েবসাইট তৈরিতে প্লাগিনএকটি অবিচ্ছেদ্য উপাদান। নতুন ব্লগারদের জন্য আজ এই বিষয়ে আলোচনা করা হবে।

 প্লাগিন কি?

WordPressপ্লাগিন হলো এক ধরনের এপ্লিকেশন যার মাধ্যমে ওয়েবসাইটে নতুন নতুন ফাংশন এবং ফিচার যুক্ত করা যায়। ঠিক যেমনটা আপনার মোবাইলের এপ্লিকেশনগুলো কাজ করে।

প্লাগিন

WordPress plugins ডাইরেক্টরি তে প্রায় ৪৮০০০ এর মত ফ্রি প্লাগিন রয়েছে। Githubএ রয়েছে আরো প্রচুর।

এছাড়া আছে হাজারের মত Premiumপ্লাগিন যা বিভিন্ন ডেভেলপার এবং কোম্পানি বিক্রি করে থাকে।

২০০৩ এ WordPress আপনার ব্লগ শুরুর যাত্রা করে। বছরের পর বছর এতে বিভিন্ন ফিচার যুক্ত করা হয় এবং আজ WordPressব্লগিং ক্ষেত্রে খুবই সমৃদ্ধশালী।

প্লাগিনের মাধ্যমে কি করা যায়?

WordPressপ্লাগিন ছোট একধরনের softwareযাএর সাথে সংযোগ স্থাপন করে এবং যা যেকোন ধরনের ওয়েবসাইট তৈরিতে সাহায্য করে।

উদাহরণস্বরূপঃ

  • Woocommerce প্লাগিনের মাধ্যমে একটি অনলাইন দোকান চালু করা
  • Envira Gallery plugin এর মাধ্যমে ফটোগ্রাফি ওয়েবসাইট চালু করা
  • Knowledge based plugin এর মাধ্যমে Wiki সাইট চালু করা
  • Retainmenot এর মত কুপন ওয়েবসাইট চালু করা।
  • আরো প্রচুর কিছু….

বেশিরভাগ মানুষকেই বলতে শুনবেন “….. এর জন্য একটি প্লাগিন রয়েছে।”

আপনার ওয়েবসাইট কেমন বানাতে চান তাতে কি করতে চান সবকিছুর জন্যই প্লাগিন উপস্থিত। কোন ফিচার ডিফল্ট wordpress এ নেই তো কি হয়েছে তার জন্য প্লাগিন রয়েছে।

আপনার সাইটের SEOকরার জন্য, পারফরমেন্স ঠিক করার জন্য, যোগাযোগ ফরমের জন্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বা গ্যালারী তৈরির জন্য ইত্যাদির জন্য WordPress প্লাগিন রয়েছে।

প্লাগিন কিভাবে কাজ করে?

WordPressকে এমন ভাবে বানানো হয়ছে যাতে করে অন্য যেকেউ চাইলেই তার নিজের কোডএতে যুক্ত করতে পারবে। WordPress plugin APIএর মাধ্যমে WordPressএর Functionalityমডিফাই করা সম্ভব।

WordPressডেভেলপারদের WordPressডাটাবেজ ব্যবহারের সুযোগ দেয়। আপনার ইন্সটল করা প্রতিটি প্লাগিন WordPressডাটাবেজে অর্ন্তভুক্ত করা আছে। আপনি চাইলে যেকোন সময় প্লাগিন গুলো একটিভ এবং ডিএকটিভ করতে পারেন।

কিভাবে WordPress প্লাগিন ইন্সটল করবেন?

এই বিষয়ে আমি অন্যান্য আরটিকেলে লিখেছি। ভিডিও টিতে বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে।

এই ছিলো আজকের মত। সবার আগে সব আর্টিকেল পড়তে নিউজলেটার Subscibe করে রাখুন এবং চোখ রাখুন YouTube Channel এবং ওয়েবসাইটে। 🙂

আকাশ
আকাশ
https://notunblog.com
একজন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার, যিনি ডিজাইনের মাধ্যমে প্রযুক্তিকে সহজ করে তোলেন। অবসরে তিনি লেখেন—প্রযুক্তির গল্প, সহজ ভাষায়, সবার জন্য.

2 comments

  • আমার নিজের জন্য কিরকম প্লাগিন লাগবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *